Logo
Logo
×

আন্তর্জাতিক

যে কারণে রাশিয়ার সেনাবাহিনীতে সংস্কার আনতে চান জেনারেল গেরাসিমভ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০২:১৭ পিএম

যে কারণে রাশিয়ার সেনাবাহিনীতে সংস্কার আনতে চান জেনারেল গেরাসিমভ

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর নেতৃত্ব দিতে চলতি মাসের শুরুতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের বক্তৃতায় তিনি সেনা সমাবেশ ও ১১ মাস আগে শুরু হওয়া যুদ্ধে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। তিনি যুদ্ধের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেনবাহিনীতে সংস্কার আনতে চান। 

ভ্যালেরি বলেন, সামরিক জোট ন্যাটোর সম্ভাব্য সম্প্রসারণ এবং পশ্চিমাদের একজোট হয়ে রাশিয়াবিরোধী অবস্থান নেওয়ার মাধ্যমে যে কৃত্রিম যুদ্ধ শুরু হয়েছে, তা মোকাবিলায় রাশিয়ার সামরিক বাহিনীতে সংস্কার আনা হবে। খবর আলজাজিরার।

মস্কোভিত্তিক সংবাদমাধ্যম আরগুমেন্টি আই ফ্যাকটিকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, সেনা সমাবেশে আমাদের দেশে নতুন সেনাদের প্রশিক্ষণ ব্যবস্থায় আধুনিক অর্থনৈতিক সম্পর্কের বিষয়গুলো পুরোপুরি বিবেচনায় নেওয়া হয়নি। এ জন্যই আমাকে এসব বিষয় ঠিক করতে হয়েছে।

প্রধান নিরাপত্তা হুমকিগুলোর বিষয়েও কথা বলেছেন জেনারেল ভ্যালেরি গেরাসিমভ। তিনি বলেন, বর্তমানে এসব নিরাপত্তা হুমকির মধ্যে ন্যাটোর পরিধি ফিনল্যান্ড ও সুইডেন পর্যন্ত সম্প্রসারণের আকাঙ্ক্ষা যেমন রয়েছে, তেমনি ইউক্রেনকে ব্যবহার করে আমাদের দেশের বিরুদ্ধে একটা কৃত্রিম যুদ্ধ শুরু করার মতো হুমকিও আছে।

তিনি সামরিক বাহিনীতে কীভাবে সংস্কার আনা হবে সে বিষয়েও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, মস্কো ও লেনিনগ্রাদে অতিরিক্ত দুটি মিলিটারি ডিস্ট্রিক্ট (সামরিক অঞ্চল হিসেবে পরিচিত) গঠনের পরিকল্পনা আছে। এ ছাড়া ইউক্রেনের খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলে অভিযান চালানোর জন্য তিনটি ‘মোটরাইজড রাইফেল ডিভিশন’ গঠন করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম