পশ্চিমাদের পাঠানো ট্যাংক চুরমার করে দেওয়া হবে: ক্রেমলিন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৬:৩২ পিএম
![পশ্চিমাদের পাঠানো ট্যাংক চুরমার করে দেওয়া হবে: ক্রেমলিন](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/01/16/image-635577-1673872366.jpg)
ইউক্রেনের সহায়তায় যুক্তরাজ্য যেসব ট্যাংক পাঠাচ্ছে তা ভেঙে চুরমার করে গুঁড়িয়ে দেওয়া হবে। এসবের কোনো অস্তিত্ব আর খুঁজেও পাওয়া যাবে না। এমন মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর এনডিটিভির।
গত শনিবার ইউক্রেনে ১৪টি চ্যালেঞ্জার-২ ট্যাংক পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাজ্য। এর পরিপ্রেক্ষিতে এ কথা জানাল পেসকভ।
তিনি আরও জানিয়েছেন, পশ্চিমারা ইউক্রেনকে রাশিয়াবিরোধী লক্ষ্য পূরণে ব্যবহার করছে।
ইউক্রেনের ট্যাংক এখনো ধ্বংস করা হচ্ছে। পোল্যান্ড, যুক্তরাজ্য থেকে নতুন করে এলে, সেগুলোও ধ্বংস করে দেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না, এ কথাও বলেছেন পেসকভ।
প্রসঙ্গত, ব্রিটিশ সরকার বলেছে, ইউক্রেনের প্রতি সমর্থন জোরালো করার অংশ হিসেবে এক ডজন চ্যালেঞ্জার-২ ট্যাংক ও অতিরিক্ত কামান পাঠানোর পরিকল্পনা করছে। গত শনিবার দুই দেশের নেতা টেলিফোনে কথা বলার পর এ পরিকল্পনার কথা জানা গেছে।