Logo
Logo
×

আন্তর্জাতিক

গ্রামবাসীর বিক্ষোভের মুখে শতাব্দী রায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ১০:৪০ পিএম

গ্রামবাসীর বিক্ষোভের মুখে শতাব্দী রায়

পশ্চিমবঙ্গের রামপুরহাটের মেলেরডাঙায় তৃণমূল এমপি অভিনেত্রী শতাব্দী রায় গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়েছেন। শুক্রবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালনের সময় এ ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে- এদিন রামপুরহাটের মেলেরডাঙা ও বিষ্ণুপুরে বিক্ষোভের মুখে পড়েন শতাব্দী। কর্মসূচিতে তাকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাদের অভিযোগ, সারা বছর এমপিকে দেখা যায় না, শুধু ভোটের সময় পাওয়া যায়।

অনেকেই তাকে বসন্তের কোকিল বলে মন্তব্য করেন। শেষমেশ গ্রামবাসীকে কোনোরকম বুঝিয়ে এলাকা ছাড়েন শতাব্দী রায়। এ সময় তাকে বলতে শোনা যায়, আপনার বাড়ির সবার যদি একসঙ্গে ক্ষিদে পায় তাহলে কি আপনি তাদের একসঙ্গে খেতে দিতে পারবেন? আপনাকে একজন একজন করে দিতে হবে। মমতা ব্যানার্জিও তেমনই করছেন। আপনাদের অভাব অভিযোগ আমার কাছে জমা দিন। আমি দিদিকে পৌঁছে দেব। 

অভিযোগ রয়েছে, মেলেরডাঙা থেকে রামপুরহাট যাওয়ার রাস্তা বেহাল। বিষয়টি বারবার পঞ্চায়েতে জানিয়েও কাজ হয়নি। গ্রামে পাকা বাড়ির মালিকরা প্রধানমন্ত্রীর আবাস প্রকল্পে একের পর এক ঘর পেয়েছেন কিন্তু প্রকৃত প্রাপকরা বঞ্চিত।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম