Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়া থেকে আসা বিমানে বোমাতঙ্ক, জরুরি অবতরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১০:১৫ এএম

রাশিয়া থেকে আসা বিমানে বোমাতঙ্ক, জরুরি অবতরণ

ছবি: সংগৃহীত

রাশিয়ার মস্কো থেকে ভারতের গোয়াগামী চার্টার্ড বিমানে বোমাতঙ্ক। আর তার জেরেই গুজরাটের জামনগরে জরুরি অবতরণ করা হলো এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে। 

সোমবার রাতে গোয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল ইমেইল মারফত একটি হুমকি পায়, যেখানে বলা হয় আন্তর্জাতিক বিমানটিতে বোমার ভেতর বোমা রাখা আছে। এর পরই সোমবার রাত ৯টা ৪৯ মিনিটে জরুরি অবতরণ করা হয় জামনগর বিমানবন্দরে। এর পরই বিমানবন্দরে এসে পৌঁছান বোম স্কোয়াড, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসকর্মীরা। সেই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ, স্থানীয় পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেট, গুজরাট পুলিশের এন্টি টেরোরিস্ট স্কোয়াডের সদস্যরা সবাই বিমানবন্দরে পৌঁছে যায়। 

ওই হুমকি মেইলটি কোথা থেকে এসেছে, কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত কিনা কিংবা ওই হুমকি মেইলের কোনো সত্যতা আছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। 

এদিকে বোমার খবরে বিমানের যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও ওই বিমানের ৮ ক্রু সদস্য ও ২৩৬ যাত্রীসহ মোট ২৪৪ জনকেই সুরক্ষিতভাবে বিমানের ভেতর থেকে বের করে আনা হয়েছে বলে জানিয়েছে জামনগর বিমানবন্দর কর্তৃপক্ষ। 

আপাতত রানওয়েতে নিরাপদ দূরত্বে রাখা রয়েছে বিমানটি। পরীক্ষা করে দেখা হচ্ছে আদৌও ওই বিমানে কোনো বৌমা মজুদ রাখা আছে কিনা। 

জানা গেছে, বোয়িং ৭৫৭-২কিউএম বিমানটি মস্কোর স্থানীয় সময় ৯টা ৫৫ মিনিটে ভনুকোভো আন্দ্রেই টুপোলেভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ে। এটি সোমবার রাত ৯টা ৪৯ মিনিটে গোয়ার ডাবলিম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

সূত্র: এনডিটিভি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম