ক্যালিফোর্নিয়ায় সাইক্লোনের আঘাতে নিহত ১২, বিদ্যুৎবিহীন লক্ষাধিক মানুষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৮:২৮ এএম
ছবি; সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় গত ১০ দিন ধরে টানা ঝড়-বৃষ্টি ও তার জেরে সৃষ্ট বন্যায় রাজ্যজুড়ে নিহত হয়েছেন অন্তত ১২ জন। এ ঘটনায় এখনো বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন প্রায় এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষ।
সোমবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস এদিন এক পূর্বাভাসে জানিয়েছে, চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়ায়, বিশেষ করে রাজ্যের উত্তর ও মধ্যাঞ্চলে ‘বিরতিহীন সাইক্লোন’ অব্যাহত থাকবে। সপ্তাহের শেষ দিকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
গত সপ্তাহে সাইক্লোনের প্রবল ঝাপ্টায় ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে গেছে, বাস-ট্রাক উল্টে গেছে এবং বিভিন্ন রাজ্যজুড়ে অসংখ্য সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে।
ক্যালিফোর্নিয়ায় ভোক্তাপর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসের সরবরাহের দায়িত্বে আছে যুক্তরাষ্ট্রের সরকারি পরিষেবা কোম্পানি প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজেঅ্যান্ডই)।
সোমবার এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ‘প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারণে ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত আমাদের এক লাখ ২৩ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন আছেন। রাজ্যের বিভিন্ন এলাকায় আমাদের চার হাজার ১০০ কর্মী কাজ করছেন। আমরা আশা করছি, শিগগিরই পরিস্থিতির উন্নতি ঘটবে।
সূত্র : রয়টার্স