রাশিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রে রকেট হামলা চালিয়েছে ইউক্রেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০২:১৩ এএম
রাশিয়ার নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের দুইটি তাপবিদ্যুৎ কেন্দ্রে রকেট হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এমনই দাবি করেছে রাশিয়া।
রোববার দোনেৎস্ক অঞ্চলে রুশ নিযুক্ত কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।
রুশ নিযুক্ত কর্মকর্তার বরাত দিয়ে তাস নিউজ জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে জুহেরেস ও নোভি সভিত বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনেছে। এতে কর্মরত কিছু লোক আহত হয়েছেন।
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নোভি সভিতে স্টারোবেসেভ বিদ্যুৎকেন্দ্রে একজন নিহত হয়েছেন।
তবে আল জাজিরার পক্ষ থেকে রাশিয়ার এই দাবি নিরপেক্ষভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া ইউক্রেনের সেনাবাহিনী এ হামলা চালিয়েছে কি না এ বিষয় এ পর্যন্ত মুখ খুলেনি।