দোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহরগুলো দখলের চেষ্টা করছে রাশিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২২, ০৯:৫৬ এএম
ইউক্রেনের পূর্ব দিকে অবস্থান করা রাশিয়ার সেনারা দোনবাসের দোনেৎস্কের দুই গুরুত্বপূর্ণ শহর ক্রামাতোর্সক এবং স্লোভইয়ানেস্ক দখল করার চেষ্টা করছে।
এমন তথ্য জানিয়েছেন দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কায়রায়লেনকো।
এ ব্যাপারে গভর্নর বলেন, লেম্যান এবং ইজিয়ামের সম্মুখভাগ হলো প্রধান কেন্দ্র যার মধ্যে শত্রুরা এগিয়ে গিয়ে অঞ্চলের উত্তর দিকে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর স্লোভইয়ানেস্ক এবং ক্রামাতোর্সক দখল করতে চেস্টা করছে।
গভর্নর আরও জানিয়েছেন, ইউক্রেনের হাতে থাকা এ দুটি শহরে ৩ লাখ ৪০ হাজার মানুষ আছেন। যুদ্ধের আগে শহরগুলোতে ১০ লাখ ৬০ হাজার মানুষ ছিলেন।
এদিকে ২০১৪ সালের পর থেকে ক্রামাতোর্সক ছিল দোনেৎস্কের রাজধানী। ওই সময় রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা দোনেৎস্কের বেশিরভাগ অঞ্চল দখল করে এবং ইউক্রেন থেকে স্বাধীনতা ঘোষণা করে দোনেৎস্ক রিপাবলিক হিসেবে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
তবে দোনেৎস্ক রিপাবলিক নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে দাবি করলেও এর সামরিক ও প্রশাসনিক দিকগুলো দেখাশুনা করত রাশিয়ানরা।
সূত্র: রয়টার্স