
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩০ এএম
একনজরে আজকের বিশ্ব: ১৪ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:০৬ পিএম
-67d453eca708b.jpg)
আরও পড়ুন
বিশ্বজুড়ে আজ (শুক্রবার) ঘটে যাওয়া ঘটনাগুলো চলুন একনজরে জেনে নেই:
ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের শাস্তি
ফিলিস্তিনপন্থি বিক্ষোভের জন্য শিক্ষার্থীদের শাস্তি দিচ্ছে আমেরিকার
কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কাজ করা ক্যাম্পাস
কর্মীরা বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ফিলিস্তিনের পক্ষে
কথা বলা শিক্ষার্থীদের ডিগ্রি স্থগিত, বহিষ্কার বা বাতিল করা হয়েছে। কিন্তু ঠিক কতজনের
বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিশ্চিত করা যায়নি। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য
জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে
সম্পর্কিত কোম্পানিগুলো থেকে বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন করার দাবি জানিয়ে গত বছর একটি
একাডেমিক ভবন দখল করেছিলেন শিক্ষার্থীরা। এই পদক্ষেপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা
নেওয়া হয়েছে। ফিলিস্তিনপন্থী ক্যাম্পাস বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে মার্কিন অভিবাসন
কর্তৃপক্ষ কর্তৃক গ্রেফতার হওয়া কলম্বিয়ার ছাত্র এবং গ্রিন কার্ডধারী মাহমুদ খলিলকে
অব্যাহতভাবে আটক রাখার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।
সিরিয়ায় ৫ বছর ক্ষমতায় থাকবে অন্তর্বর্তী সরকার
অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ
আল শারা। বৃহস্পতিবার স্বাক্ষরিত এই সংবিধানে বলা আছে, ইসলামপন্থি শাসনে চলবে সিরিয়া।
এই অস্থায়ী সংবিধান পাঁচ বছরের জন্য কার্যকর হবে। এর আগে গত জানুয়ারিতেই বাতিল করা
হয়েছে আগের সংবিধান। আগেই অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানিয়েছিলেন, প্রেসিডেন্ট
নির্বাচন দিতে ৪-৫ বছর লাগতে পারে। সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করার সময় আল শারা
বলেন, ‘এটি সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে বলে প্রত্যাশা করছি। এর মাধ্যমে
আমরা নিপীড়নের পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।’ দুই সপ্তাহের কম সময় আগে একটি কমিটি
করে এই ঘোষণাপত্র বানানোর নির্দেশ দেন শারা। গত ডিসেম্বরে ব্যাপক আক্রমণ চালিয়ে বাশার
আল আসাদের সরকারকে উৎখাত করার তিন মাস পর সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করা হলো।
এবার স্থায়ী সংবিধানের জন্য আরেকটি কমিটি করা হবে। সিএনএন।
আর্মেনিয়া-আজারবাইজান ঐতিহাসিক চুক্তি
দীর্ঘ চার দশকের সংঘাত অবসান করতে ঐকিহাসিক চুক্তি করলো আর্মেনিয়া ও
আজারবাইজান। বৃহস্পতিবার দেশ দুটির কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিচুক্তির একটি খসড়ায়
দুদেশই সম্মতি দিয়েছে। শুক্রবার তাদের এই চুক্তির প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। সাবেক
সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশদুটি ৮০’র দশকের শেষ হতে দ্বন্দ্ব জড়িয়ে আছে। আজারবাইজানের
নাগার্নো কারাবাখ অঞ্চল নিয়ে এ সংকটের সূচনা। ১৯৮০’র দশকে হাজার হাজার মুসলিম আজেরি
আর্মেনিয়া থেকে এবং খ্রিষ্টান আর্মেনীয় আজারবাইজান থেকে বিতাড়িত হন। ২০২৩ সালের সেপ্টেম্বরে
আজারবাইজান সামরিক অভিযানের মাধ্যমে নাগর্নো-কারাবাখ পুনর্দখল করে। ফলে সেখান থেকে
প্রায় এক লাখ আর্মেনীয় শরণার্থী হিসাবে আর্মেনিয়ায় পালিয়ে যায়। আর্মেনিয়ার পররাষ্ট্র
মন্ত্রণালয় জানিয়েছে, তাদের পক্ষ থেকে শান্তিচুক্তির একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে।
আজারবাইজানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময় নির্ধারণ নিয়ে তারা আলোচনা করবে। শান্তিচুক্তি
স্বাক্ষরের জন্য তারা প্রস্তুত আছে। তবে শান্তি চুক্তি স্বাক্ষরের সঠিক দিনক্ষণ এখনো
অনিশ্চিত রয়ে গেছে।
৪ হাজার গ্রাহককে ক্ষতিপূরণ দেবে রেস্তোরাঁ
খাবারে মূত্রত্যাগের ঘটনায় চার হাজারের বেশি গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়ার
ঘোষণা দিয়েছে একটি রেস্তোরাঁ। চীনের জনপ্রিয় হটপট চেইন হাইডিলাওলের একটি শাখায় এ ঘটনা
ঘটেছে। গত মাসের শেষ দিকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর একটি ব্যক্তিগত
কক্ষে বসা দুই ব্যক্তি হটপটের ঝোলের (ব্রথ) মধ্যে মূত্রত্যাগ করছেন। বিষয়টি নিয়ে ব্যাপক
সমালোচনা শুরু হলে হাইডিলাও আনুষ্ঠানিক বিবৃতি দেয়। এক বিবৃতিতে হাইডিলাও কর্তৃপক্ষ
জানায়, ঘটনার তারিখ ছিল ২৪ ফেব্রুয়ারি, তবে তারা বিষয়টি জানতে পারে চার দিন পর। রেস্তোরাঁ
কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, কর্মীদের যথাযথ প্রশিক্ষণের অভাবের কারণে ঘটনাটি দ্রুত
শনাক্ত করা সম্ভব হয়নি। হাইডিলাও বিবৃতিতে আরও জানিয়েছে, ‘এই ঘটনায় গ্রাহকদের যে মানসিক
ক্ষতি হয়েছে, তা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে আমরা আমাদের সর্বোচ্চ দায়িত্ব পালনের
চেষ্টা করব।’ তবে ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
শুক্রবার ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।
আদালতে ধাক্কা খেলেন ট্রাম্প
আদালতে বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই নির্বাহী
আদেশে চাকরিচ্যুত প্রায় এক লাখ কর্মীকে পুনর্বহালের আদেশ দিয়েছে আদালত। ক্যালিফোর্নিয়া
ও ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের ফেডারেল বিচারকরা বৃহস্পতিবার এই রায় দিয়েছেন। বাল্টিমোরের
বিচারক জেমস ব্রেডার ২০টি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যের আবেদনের পক্ষে রায় দিয়েছেন।
তিনি বলেছেন, সম্প্রতি ১৮টি ফেডারেল সংস্থা ব্যাপক হারে ছাঁটাই করে কিছু নিয়ম লঙ্ঘন
করেছে। ব্রেডারের আদেশ যেসব সংস্থার ওপর প্রযোজ্য তার মধ্যে রয়েছে মার্কিন পরিবেশ সুরক্ষা
সংস্থা, ভোক্তা আর্থিক সুরক্ষা ব্যুরো এবং উন্নয়ন সংস্থা ইউএসএআইডি। অবশ্য ছাঁটাইয়ের
পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প প্রশাসন দাবি করেছে, কর্মদক্ষতা বা অন্য কোনো ব্যক্তিগত কারণে
অনেকের চাকরি গেছে। তবে এই দাবিকে নাকচ করে দিয়ে ব্রেডার বলেছেন, প্রশাসনের এই কর্মকাণ্ড
এক ধরনের এমন এক ধরনের ছাঁটাই কর্মসূচি যা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যে আগে থেকে নোটিশ দেওয়া
প্রয়োজন ছিল। সেক্ষেত্রে বরখাস্ত কর্মীদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করতে পারত
কর্তৃপক্ষ। রয়টার্স।
ইরানের পাশে চীন-রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচিতে পাশে আছে চীন-রাশিয়া। শুক্রবার বেইজিংয়ে
এক বৈঠকে এ বিষয়ে বৈঠকে বসেন তিন দেশের প্রতিনিধি। আলোচনার পর ‘নিষেধাজ্ঞা ও বলপ্রয়োগের
হুমকি’ প্রত্যাহারের করে কূটনীতিক সমাধানের আহ্বান জানিয়েছে চীন,
রাশিয়া ও ইরান। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাঁকসুর সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত
ছিলেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী
সের্গেই রিয়াবকভ। বৈঠকের পর চীন, রাশিয়া ও ইরান বলেছে, সংশ্লিষ্ট পক্ষগুলোকে বর্তমান
পরিস্থিতির মূল কারণগুলো সমাধান করতে হবে। সেই সঙ্গে নিষেধাজ্ঞা, চাপ বা বলপ্রয়োগের
হুমকি ত্যাগ করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত।
তারা জোর দিয়ে বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধার’ ভিত্তিতে সংলাপই এই সমস্যার
একমাত্র বাস্তব সমাধান। পরিস্থিতি আরও খারাপ করে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত
থাকার এবং কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত না করতে সংশ্লিষ্ট
পক্ষগুলোকে আহ্বান জানানো হয়।
পুতিন-যুবরাজ ফোনালাপ
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির
পুতিনের ফোনালাপ হয়েছে। এসময় দুই নেতা ওপেক প্লাস প্রতিশ্রুতি মেনে চলা ও ইউক্রেন সংকটের
সমাধান খোঁজার বিষয়ে আলোচনা করেন।বৃহস্পতিবার রাতের ফোনালাপের পর দেওয়া বিবৃতিতে ক্রেমলিন
জানিয়েছে, দুই নেতা ওপেক প্লাস চুক্তির অধীনে নিজেদের বাধ্যবাধকতা পূরণের প্রতিশ্রুতি
পুনর্ব্যক্ত করেছেন। শুক্রবার সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, যুবরাজ সংলাপ
সহজ করতে এবং ইউক্রেনের সঙ্কটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা
চালানোর প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট পুতিন গঠনমূলক প্রচেষ্টার জন্য যুবরাজকে
ধন্যবাদ এবং তার প্রতি কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেছেন। দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা
বৃদ্ধির উপায়গুলোও পর্যালোচনা করেছেন।