Logo
Logo
×

আন্তর্জাতিক

একনজরে আজকের বিশ্ব: ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ পিএম

একনজরে আজকের বিশ্ব: ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

আজ (শনিবার) বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনাগুলো চলুন এক নজরে জেনে নেই:

তিন ইসরাইলির বিনিময়ে মুক্ত ৩৬৯ ফিলিস্তিনি

গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী আরও তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ শনিবার আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে তাদের ইসরাইলের হাতে তুলে দেওয়া হয়। এর বিনিময়ে ইসরাইলের দুই কারাগার থেকে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। খবর আল-জাজিরা

যুক্তরাষ্ট্রে নতুন জ্বালানি কাউন্সিল গঠন

জ্বালানি নীতি পরিচালনার জন্য ‘জাতীয় জ্বালানি আধিপত্য কাউন্সিল’ গঠন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। কাউন্সিলটি স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বারগাম পরিচালনা করবেন এবং এর ভাইস-চেয়ার হবেন জ্বালানি সচিব ক্রিস রাইট। ওভাল অফিসে ওই আদেশে স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেন, অন্য যেকোনো দেশের চেয়ে আমাদের জ্বালানি বেশি এবং এখন আমরা তা উন্মুক্ত করতে যাচ্ছি। খবর আনাদোলু এজেন্সি

মিয়ানমারের জান্তার বিরুদ্ধে আর্জেন্টিনায় গ্রেফতারি পরোয়ানা 

রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’-এর অভিযোগে মিয়ানমার জান্তার প্রধান মিন অং হ্লাইং এবং গৃহবন্দি ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আর্জেন্টিনার একটি আদালত। তবে এ পরোয়ানার সমালোচনা করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। খবর আরব নিউজ

কুর্দিপন্থি মেয়রকে সরিয়ে দিল তুরস্ক সরকার

সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর নির্বাচিত কুর্দিপন্থি প্রাদেশিক মেয়রকে অপসারণ করেছে তুরস্ক। শনিবার তার স্থলে একজন রাষ্ট্রীয় কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশ ভানের মেয়র ও কুর্দিপন্থি ডিইএম পার্টির সদস্য আবদুল্লাহ জেইদান ‘সশস্ত্র সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করার’ অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এ কারণে তাকে অপসারণ করা হয়েছে এবং স্থানীয় গভর্নরকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে স্থানীয় নির্বাচনের পর থেকে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত অভিযোগের কারণে তুরস্কজুড়ে ডিইএম পার্টির আট মেয়র এবং প্রধান বিরোধী দল সিএইচপি’র দুই মেয়রকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সিএইচপি’র আরেক মেয়র দরপত্র জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। খবর রয়টার্স

কুম্ভমেলায় যাওয়ার পথে দুর্ঘটনা মৃত্যু ১০

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি জিপ গাড়ির সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৯ জন। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস পৃথক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়ের মেজা এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। ছত্তিশগড়ের করবা জেলা থেকে আসা ভক্তরা কুম্ভমেলার গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে তারা দুর্ঘটনার কবলে পড়েন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে। দ্রুত চিকিৎসা ও অন্যান্য সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। এর আগে গত সপ্তাহে কুম্ভমেলা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অন্ধ প্রদেশের সাতজন ভক্ত নিহত হন। সেইসঙ্গে আহত হন অন্তত দুইজন।

‘মোস্ট ওয়ান্টেড’ মাদক পাচারকারীকে হত্যা

ইউরোপের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী এবং এক সময় নিজের মৃত্যুর ভান করে আসা ডাচ মাদক পাচারকারী মার্কো এবেনকে মেক্সিকোতে গুলি হত্যা করা হয়েছে। শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত আতিজাপান দে জারাগোজায় বৃহস্পতিবার মার্কো এবেনকে (৩২) গুলি করে হত্যা করা হয়। বিশেষজ্ঞরা এবেনের পরিচয় নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি প্রসিকিউটর অফিসের এক কর্মকর্তা। ইউরোপীয় আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল ব্রাজিল থেকে নেদারল্যান্ডসে মাদক পাচারের জন্য এবেনকে ইউরোপের ‘মোস্ট ওয়ান্টেড’ হিসাবে তালিকাভুক্ত করে। আইন প্রয়োগকারী সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবরে তাকে সাত বছরেরও বেশি কারাদণ্ডও দেওয়া হয়েছিল।

তাইওয়ানে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত

তাইওয়ানে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। একটি প্রশিক্ষণ বিমানের ‘উভয় ইঞ্জিন বিকল’ হয়ে গেলে সেটি বিধ্বস্ত হয়। তাইওয়ানের বিমানবাহিনী শনিবারের এ দুর্ঘটনার পর তাদের সব প্রশিক্ষণ যুদ্ধবিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে। তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয়ভাবে নির্মিত ব্রেভ ঈগল যুদ্ধবিমানটি দক্ষিণ তাইওয়ানের তাইতুং কাউন্টির চিহ হ্যাং বিমানঘাঁটি থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে উড্ডয়ন করার পর বিধ্বস্ত হয়। পাইলটের পরিচয় মেজর লিন হিসাবে নিশ্চিত করা হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বলিভিয়ায় ভারী বৃষ্টিপাতে মৃত্যু বেড়ে ২৮

গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে বলিভিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। শনিবার দেশটির উপবেসামরিক প্রতিরক্ষামন্ত্রী হুয়ান কার্লোস কালভিমন্তেসের বরাত দিয়ে সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। কার্লোস বলেছেন, ‘বৃষ্টিতে দেশের ৯টি বিভাগের মধ্যে আটটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।’ এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত ৮৩টি পৌরসভার কথা বলছি এবং আমি নিশ্চিত যে, এক সপ্তাহের মধ্যে তাদের অনেকেই নিজেরা দুর্যোগের সম্মুখীন থাকার কথা বলবেন।’ কার্লোস বলেছেন, ‘এখন পর্যন্ত ২৭টি পৌরসভা নিজেদের জরুরি অবস্থা ঘোষণা করেছে। যার মধ্যে ২২টি লা পাজের এলাকার। জলবায়ুর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিভাগটি।’

১২ দেশ থেকে ১৩১ পাকিস্তানিকে বিতাড়িত 

সম্প্র্রতি বিভিন্ন দেশ থেকে পাকিস্তানি নাগরিকদের বের করে দেওয়ার ঘটনা বেশ বেড়েছে। শুক্রবার পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় ১২ দেশ থেকে অন্তত ১৩১ জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। মাদক কারবার, অবৈধভাবে অনুপ্রবেশসহ নানা কারণে বিভিন্ন দেশ থেকে তাদের বের করে দেওয়া হয়েছে। অভিবাসন সূত্রের বরাত দিয়ে জিও নিউজ বলছে, নোটিশ ছাড়া চাকরি ছেড়ে পলায়ন এবং মাদক পাচারের কারণে সৌদি আরব ৭৪ পাকিস্তানিকে বিতাড়িত করেছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অবৈধ অনুপ্রবেশ, চুরি ও মাদক সংক্রান্ত অপরাধের জেরে বেশ কয়েকজন পাকিস্তানিকে বহিষ্কার করেছে। আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে আরেক পাকিস্তানিকে বের করে দিয়েছে ইউএই। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম