Logo
Logo
×

আন্তর্জাতিক

একনজরে আজকের বিশ্ব: ১০ ফেব্রুয়ারি, ২০২৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ পিএম

একনজরে আজকের বিশ্ব: ১০ ফেব্রুয়ারি, ২০২৫

চলুন একনজরে জেনে নেই বিশ্বজুড়ে আজ (সোমবার) ঘটে যাওয়া ঘটনাগুলো: 

দিল্লির মুখ্যমন্ত্রীর পদ নিয়ে আলোচনা

দিল্লি বিধানসভা ভোট কেবল শেষ হয়েছে। বিজেপির দাপুটে জয়ের পর এবার লাখ টাকার প্রশ্ন, রাজধানীর মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন? দিল্লিতে বিজেপির বিধায়ক শিবির থেকে একাধিক নাম এই জল্পনায় উঠে আসছে। তবে বেশ কিছু মিডিয়া রিপোর্টের দাবি, রাজনৈতিক সারপ্রাইজ দিয়ে দিল্লিতে মুখ্যমন্ত্রী পদে কোনো চমক দিতে পারে বিজেপি। একাধিক ফ্যাক্টর এ ক্ষেত্রে আলোচনায় উঠে আসছে।

গাজায় ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি নেতানিয়াহুর

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরাইলের মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এটি তিনটি ধাপে করা হয়েছে। এর প্রথম ধাপের মেয়াদ ৪২ দিন। চুক্তির শর্তে বলা আছে, প্রথম ধাপের ১৬তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে এবং এই ধাপ শুরুর মাধ্যমে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে। গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে শেষ ধাপে। তবে ইসরাইলি কয়েকটি সূত্র সংবাদমাধ্যম হারেতজকে জানিয়েছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চান না। তিনি গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। 

পাকিস্তানে রোজা শুরু ২ মার্চ

অপেক্ষার পালা ধীরে ধীরে শেষ হচ্ছে। পবিত্র ও মহিমান্বিত মাস রমজান চলে এসেছে খুব কাছে। দিনের হিসেবে ২০ দিনও বাকি নেই। এর মধ্যে পবিত্র এ মাসের চাঁদ দেখার সম্ভাবনার তথ্য জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। তারা বলেছে, আগামী ১ মার্চ পাকিস্তানের আকাশে রমজানের অর্ধচন্দ্র দেখতে পাওয়ার জোরাল সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী, দেশটিতে ২ মার্চ রোজা শুরু হতে পারে। 

যুক্তরাজ্যে অবৈধ ৬ শতাধিক অভিবাসী গ্রেফতার

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে লেবার সরকার। চলতি বছরের জানুয়ারিতে অবৈধভাবে কাজ করার অভিযোগে ৬০০ জনের বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৩ শতাংশ বেশি। সরকারের অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসাবে এই গ্রেফতার অভিযান চালানো হয়। সোমবার সরকারি বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, জানুয়ারিতে ৬০৯ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। যা ২০২৪ সালের জানুয়ারিতে ছিল মাত্র ৩৫২ জন। লন্ডনসহ বিভিন্ন শহরের নেইল বার, রেস্তোরাঁ, কার ওয়াশ ও দোকানসহ ৮০০টির বেশি স্থানে অভিযান চালানো হয় এবং নথিভুক্তহীন অভিবাসীদের আটক করা হয়।

লিবিয়ায় গণকবরে ৪৯ অভিবাসীর লাশ

লিবিয়ার দক্ষিণ-পূর্ব মরুভূমির দুটি গণকবর থেকে ৪৯ অভিবাসী ও শরণার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তারা ইউরোপে যাওয়ার উদ্দেশে লিবিয়া পাড়ি জমিয়েছিলেন বলে জানা গেছে। রোববার লিবিয়ার নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ-পূর্ব দিকের কুফরা শহরের একটি খামারের গণকবর থেকে ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশের ময়নাতদন্ত চলছে। কুফরার নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ আল-ফাদিল জানিয়েছেন, শহরটির একটি বন্দিশিবিরে অভিযান চালানোর সময় আরও একটি গণকবর পাওয়া যায়। সেখান থেকে অন্তত ৩০টি লাশ উদ্ধার করা হয়েছে। 

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে নিহত ৭

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে পৃথক গোলাগুলির ঘটনায় ৭ জন নিহত হয়েছে। রোববার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানের (আইবিও) সময় কমপক্ষে সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে। ৮ থেকে ৯ ফেব্রুয়ারি রাতে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ডেরা ইসমাইল খান জেলার মাদ্দি এলাকায় অভিযান পরিচালনা করে। 

চীনে কমেছে বিয়ে

চীনে ২০২৪ সালে বিবাহ কমেছে ২০ শতাংশ। যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পতন। তরুণ-তরুণীদের বিবাহ ও সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ নানা ধরনের উৎসাহ দেওয়ার পরেও কোনো লাভ হচ্ছে না। দেশটির সরকারি এক জরিপে উঠে এই তথ্য।

বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

বিশ্ববাজারে আউন্সপ্রতি ২ হাজার ৯০০ ডলার স্পর্শ করায় স্বর্ণের দামে নতুন রেকর্ড হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এটির মান দাঁড়ায় তিন লাখ ৫৩ হাজার ৮৮২ টাকা প্রায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর এ দাম বাড়ার ঘটনা ঘটেছে। খবর গালফ নিউজের।

লিবিয়া উপকূলে ৬৫ অভিবাসীবোঝাই নৌকাডুবি

৬৫ অভিবাসী নিয়ে একটি জাহাজ লিবিয়া উপকূলে ডুবে গেছে। সোমবার এ তথ্য নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই নৌকায় পাকিস্তানের বেশ কয়েকজন নাগরিকও ছিলেন। অন্যদের পরিচয় জানা যায়নি। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যাত্রীদের পরিচয় জানতে তথ্য সংগ্রহে কাজ করছেন তারা। খবর জিও নিউজ।

ইরাকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রেসিডেন্টের মামলা

ইরাকের প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদ দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির বিরুদ্ধে মামলা করেছেন। দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের সরকারি কর্মচারীদের বেতন না দেওয়ার অভিযোগে এ মামলা করেন তিনি। এ ঘটনায় ইরাকের শীর্ষ নেতৃত্বের মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম