Logo
Logo
×

আন্তর্জাতিক

একনজরে আজকের বিশ্ব: ৯ ফেব্রুয়ারি, ২০২৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪ পিএম

একনজরে আজকের বিশ্ব: ৯ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ (রোববার) ঘটে যাওয়া ঘটনাগুলো চলুন একনজরে জেনে নেই:

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিন ফোনালাপ

টানা ৩ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের খুব দ্রুতই অবসান ঘটবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন তিনি। রোববার নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের শুরুর দিকের পর এই প্রথম মার্কিন ও রুশ দুই প্রেসিডেন্ট শুক্রবার সরাসরি টেলিফোনে কথা বলেছেন। 

জরুরি ‘আরব সম্মেলন’ ২৭ ফেব্রুয়ারি

ফিলিস্তিন ইস্যুতে একটি জরুরি আরব সম্মেলনের আয়োজন করছে মিসর। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ২৭ ফেব্রুয়ারি এ সম্মেলনের আয়োজন করা হবে। যেখানে আরব লিগের সদস্যদেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিবৃতিতে ফিলিস্তিনিদের জন্য বর্তমান পরিস্থিতিকে ‘গুরুতর’ বলা হয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।

দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে অতিশীর পদত্যাগ

দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী পদত্যাগ করেছেন। সোমবার লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে দেখা করে তার হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। রাজধানীর মুখ্যমন্ত্রী হিসেবে প্রায় পাঁচ মাস দায়িত্ব পালন করেছেন অতিশী। গত বছরের সেপ্টেম্বরে মদ নীতির সঙ্গে যুক্ত দুর্নীতির মামলায় জামিন পাওয়ার পর কেজরিওয়াল পদত্যাগ করায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। এবারের নির্বাচনে ৭০ সদস্যের বিধানসভায় বিজেপি ৪৮টি আসন পেয়েছে, যা ২০২০ সালের ৮টি আসনের চেয়ে ৪০টি বেশি। ২০২০ সালে ৬২টি আসন জিতেছিল আম আদমি পার্টি (এএপি)। এবার ৪০টিতে নেমে এসেছে। অন্যদিকে কংগ্রেস শূন্য আসন পেয়েছে। এএপির পরাজয় মেনে নিয়ে সোমবার কেজরিওয়াল বলেন, ‘দিল্লি নির্বাচনের ফলাফল আজ ঘোষণা করা হয়েছে এবং আমরা জনগণের রায় মেনে নিচ্ছি। জনগণের রায়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ এনডিটিভি। 

পাকিস্তানে সরকারি চাকরিতে কোটা বাতিল

পাকিস্তান সরকার মৃত সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে সরকারি চাকরি পাওয়ার নীতি বাতিল করেছে। শনিবার জানা যায়, ১৮ অক্টোবর, ২০২৪ তারিখে সুপ্রিমকোর্টের একটি রায়ে বলা হয়েছিল এই প্রথাটি অসাংবিধানিক এবং বৈষম্যমূলক। সরকার সব মন্ত্রণালয় এবং বিভাগকে নতুন নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেয়ার পর এই পদক্ষেপ নেয়া হলো। সংস্থাপন বিভাগের জারি করা প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, সুপ্রিমকোর্টের রায়ের পর মৃত সরকারি কর্মচারীদের পরিবারকে সরকারি চাকরি দেওয়ার নীতি প্রত্যাহার করা হলো। নতুন নীতিটি রায় ঘোষণার তারিখ থেকে অবিলম্বে কার্যকর হবে। তবে মৃত কর্মচারীদের পরিবারের সদস্যরা এখনও প্রধানমন্ত্রীর সহায়তা প্যাকেজের আওতায় অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য থাকবেন। এক্সপ্রেস ট্রিবিউন। 

মেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪১

মেক্সিকোতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় তাবাস্কো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাসটিতে ৪৮ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এখন পর্যন্ত ১৮টি মৃতদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্তা ফেসবুকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। দুর্ঘটনার কারণ জানতে এবং বাসটি গতি সীমার মধ্যে চালানো হচ্ছিল কি না তা জানতে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বলেও জানায় তারা। তাবাস্কোর প্রাদেশিক সরকার জানিয়েছে, মরদেহ উদ্ধারে কাজ চলছে এবং মরদেগগুলোর পরিচয় শনাক্ত করা হচ্ছে। সরকারের সেক্রেটারি রামিরো লোপেজ বলেন, ‘উদ্ধারকাজ সম্পূর্ণরূপে শেষ হওয়ার পর নিহতের সংখ্যা ও পরিচয় প্রকাশ করা হবে। সোমবার এএফপির প্রতিবেদনে ওঠে আসে এই তথ্য।

ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প 

ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার ফলে বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শনিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কেম্যান দ্বীপপুঞ্জের জর্জটাউন থেকে ১২৯ মাইল দক্ষিণ-পশ্চিমে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পটির কেন্দ্রস্থল হন্ডুরাসের প্রায় ২০ মাইল উত্তর এবং কেম্যান দ্বীপপুঞ্জের ১৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে। এ অঞ্চলের জন্য কলম্বিয়া, কেম্যান দ্বীপপুঞ্জ, কোস্টারিকা, হন্ডুরাস, নিকারাগুয়া এবং কিউবার উপকূলসহ বেশ কয়েকটি স্থানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা শুরুতে পুয়ের্তো রিকো এবং মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সম্ভাব্য বিপদের বিষয়ে সুনামি পরামর্শ জারি করেছিল, তবে প্রায় ৪৫ মিনিট পরে এটি বাতিল করা হয়।

হজে শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি 

চলতি বছরের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসাবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিবছর তীব্র ভিড়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষাই এই সিদ্ধান্তের লক্ষ্য। শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজযাত্রার সময় তাদের যে কোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’ মন্ত্রণালয় আরও বলেছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের সর্বদা অগ্রাধিকার দেওয়া হবে যারা এর আগে হজ করেননি। চলতি বছরের হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি মাধ্যমে নিবন্ধন চালু করা হয়েছে। গালফ নিউজ। 

মারা গেলেন নামিবিয়ার জাতির পিতা নুজোমা 

মারা গেলেন স্বাধীন নামিবিয়ার প্রতিষ্ঠাতা ও জাতির পিতা স্যাম নুজোমা। তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। শনিবার রাতে রাজধানী উইন্ডহোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াইয়ে নেতৃত্ব দেন নুজোমা। এর আগে ১৯৬০-এর দশকে সাউথ ওয়েস্ট পিপলস অর্গানাইজেশন (স্বাপো) নামে পরিচিত নামিবিয়ার মুক্তি আন্দোলন প্রতিষ্ঠায় সহায়তা করেন তিনি। দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতার পর ১৯৯০ সালে প্রেসিডেন্ট হন নুজোমা। ২০০৫ সাল পর্যন্ত তিন মেয়াদে দেশ পরিচালনা করেন। নামিবিয়ার বর্তমান প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা ‘অত্যন্ত শোক ও দুঃখের সাথে’ এক বিবৃতিতে তার মৃত্যু ঘোষণা করে জানান। নুজোমা গত তিন সপ্তাহ ধরে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তিনি আর ফিরলেন না। সোমবার এএফপির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম