Logo
Logo
×

অন্যান্য

ধনীর তালিকায় শীর্ষস্থান হারালেন মাস্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৪:৪৩ পিএম

ধনীর তালিকায় শীর্ষস্থান হারালেন মাস্ক

ইলন মাস্ক। ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে পারেননি ইলন মাস্ক। খেতাব পুনরুদ্ধারের ৪৮ ঘণ্টা না যেতেই এ ঘটনা ঘটে গেল। এ বছর তার মালিকানাধীন বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম কমে যাওয়ায় তিনি শীর্ষ ধনীর তালিকার দ্বিতীয় অবস্থানে চলে গেছেন। খবর এনডিটিভির।

বিবিসির খবরে বলা হয়েছে, ফরাসি বিলাসবহুল পণ্য নির্মাতা এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নার্ড আর্নল্ট শীর্ষ ধনীর জায়গাটি দখল করেছেন।

বুধবার টেসলার শেয়ার ৫ শতাংশেরও বেশি কমেছে। এতে মাস্কের মোট সম্পদ প্রায় ২ বিলিয়ন ডলার কমে বর্তমান সম্পদের মূল্য হয়েছে ১৮৪ বিলিয়ন ডলার। বার্নার্ডের বর্তমান সম্পদের মূল্য ১৮৬ বিলিয়ন ডলার।
ব্লুমবার্গের মতে, বিনিয়োগকারীদের চাহিদা বৃদ্ধি, সম্প্রতি বাজারে আসা টেসলা মডেলগুলোতে গ্রাহকদের আগ্রহ এবং একটি দারুণ অর্থনৈতিক পূর্বাভাসের কারণে টেসলা দারুণ ব্যবসা করছিল। তবে ডিসেম্বরে সবকিছু মাস্কের বিপরীতে হতে থাকে।

২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ ডিসেম্বর পর্যন্ত মাস্কের মোট সম্পদ ২০০ বিলিয়ন ডলারেরও বেশি কমেছে, যা সাম্প্রতিক ইতিহাসে সম্পদের বৃহত্তম ক্ষতি হিসাবে বিবেচিত হয়েছিল। সেই সময়ে টেসলার শেয়ারের মূল্য দ্রুত হ্রাসের ফলে আকস্মিক বিপর্যয় ঘটে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম