ধর্মীয় অনুষ্ঠানের পোস্টারে মিয়া খালিফার ছবি!
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১২:২৬ পিএম
সম্প্রতি তামিল নাড়ুর কাঞ্চিপুরম জেলার একটি ধর্মীয় অনুষ্ঠানের প্রচারমূলক পোস্টারে সাবেক পর্ন তারকা মিয়া খালিফার ছবি দেখা গিয়েছে। আর সেটা দেখেই চমকে উঠেছেন নেটিজেনরা। এই উল্লিখিত জেলার আদি পেরুক্কু অনুষ্ঠানের প্রচারে এই পোস্টার লাগানো হয়েছিল বলে জানা গিয়েছে। সেখানেই দেখা যাচ্ছে মিয়া খালিফা মাথায় দুধের পত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন একটা বিষয়ে মিয়া খালিফার ছবি দেখে স্বাভাবিক ভাবেই সকলেই চমকিত হয়েছেন।
এ আদি পেরুক্কু উৎসবটি মূলত পার্বতীর আরেক রূপ আম্মানকে উৎসর্গ করে পালন করা হয়ে থেকে। এই সময় কাঞ্চিপুরমের বিভিন্ন মন্দির আলো এবং পোস্টার দিয়ে সাজানো হয়। তবে এবার বিশেষভাবে নজর কেড়েছে মিয়া খালিফার এই পোস্টারটি। ধর্মীয় বিষয়ে পর্ন তারকার ছবি এল কীভাবে সেটা নিয়েই প্রশ্ন উঠেছে। তবে সেই পোস্টারে কেবল মিয়া খালিফা নেই। আছেন স্থানীয় নারীও।
এই ব্যানারের ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পুলিশকেও খবর দেওয়া হয়েছে। এরপরই তড়িঘড়ি করে এই পোস্টার সরিয়ে নেওয়া হয়। যদিও কেন কীভাবে এই ঘটনা ঘটল সেটার কোনও ব্যাখ্যা স্থানীয়রা বা যারা এই পোস্টার লাগিয়েছেন তারা দেননি। এটা ইচ্ছাকৃত ভুল না বেখেয়ালে হয়েছে সেটাও স্পষ্ট নয়।