Logo
Logo
×

ভারত

ভগবান বিজেপিকে থামিয়ে দিয়েছেন: আরএসএস নেতা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১০:৫২ এএম

ভগবান বিজেপিকে থামিয়ে দিয়েছেন: আরএসএস নেতা

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) নেতা ইন্দ্রেশ কুমার বিজেপির কঠোর সমালোচনা করেছেন। লোকসভা নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বিজেপি নিজেদের রামভক্ত বলে দাবি করলেও তারা অহংকারী হয়ে ওঠায় এবং ঔদ্ধত্যের কারণে ঈশ্বর তাদের থামিয়ে দিয়েছেন। খবর ইন্ডিয়া টুডের।

রাজস্থানের কানোটায় ‘রামরথ অযোধ্যাযাত্রা দর্শন পুজান সমারোহ’—অনুষ্ঠানে বৃহস্পতিবার অংশ নেন আরএসএসের এই কেন্দ্রীয় নেতা। 

ইন্দ্রেশ কুমার বলেন, ‘যারা (বিজেপি) নিজেদের রামের ভক্ত বলে দাবি করে, তারা অহংকারী হয়ে উঠেছে। তাই (লোকসভা নির্বাচনের) এ ফল হয়েছে। ঈশ্বর তাদের ঔদ্ধত্যের কারণে ভোট ও ক্ষমতার জায়গায় তাদের একটা পর্যায়ে নিয়ে থামিয়ে দিয়েছেন। অহংকারী হয়ে ওঠার কারণেই বৃহত্তম দল হওয়া সত্ত্বেও ২৪১-এ আটকে গেছে।’ 

ইন্ডিয়া জোট প্রসঙ্গে ইন্দ্রেশ কুমার বলেন, ‘তারা (ইন্ডিয়া জোট) তো রাম বিরোধী। তাই কোনোভাবেই ভোটে জিততে পারত না। এ জন্য তারা ২৩৪ আসনে আটকে গেছে।’ পরে শুক্রবার বিজেপির প্রশংসা ও ইন্ডিয়া জোটের সমালোচনা করে ইন্দ্রেশ কুমার আরও বলেন, ‘যারা রামের বিরোধিতা করেছিল, তারা সবাই ক্ষমতার বাইরে। আর যারা রামের সংকল্প নিয়েছিল তারা এখন ক্ষমতায়।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম