২৩ বছর বয়সি ডাক্তার গণেশ বারাইয়া। তিন ফুট উচ্চতা তার। স্বল্প উচ্চতার কারণে এক সময় তাকে অযোগ্য ঘোষণা করেছিল মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া। কিন্তু আশা ছাড়েননি।
একে একে ছুটে যান ডিস্ট্রিক্ট কালেক্টর (ডিসি), রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে। হয়েছেন গুজরাট হাইকোর্টের দ্বারস্থ। সেখানেও তিনি পরাজিত হন। কিন্তু তাতেও আশা ছাড়েননি। যান শীর্ষ আদালতে। অবশেষে তিনি নিজ পক্ষে রায় পান।
নানা চ্যালেঞ্জ অতিক্রম করে শেষ পর্যন্ত হয়ে ওঠেন একজন ডাক্তার।