Logo
Logo
×

ইসলাম ও জীবন

বিশ্ব ইজতেমা

ময়দান বুঝে পেল সাদপন্থিরা

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম

ময়দান বুঝে পেল সাদপন্থিরা

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। রোববার দুপুরে জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা।

মাওলানা সাদ অনুসারি মিডিয়া সমন্বয়ক মো. সায়েম যুগান্তরকে বলেন, ‘আমরা প্রশাসনের নিকট থেকে ইজতেমা ময়দান বুঝে পেয়েছি। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি আমাদের শান্তিপূর্ণ ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম বলেন, ‘দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়া হয়েছে। ইজতেমা শেষে তারা আবার ময়দান হস্তান্তর করবে।’

আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তিনদিনের এ পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার কার্যক্রম। তবে চলতি বছরের পর থেকে তুরাগ তীরে আর ইজতেমা করতে পারবে না সাদপন্থিরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম