Logo
Logo
×

সারাদেশ

ইজতেমা ময়দানে বৃষ্টি, মুসল্লিদের দুর্ভোগ

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৫ পিএম

ইজতেমা ময়দানে বৃষ্টি, মুসল্লিদের দুর্ভোগ

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হচ্ছে তাবলিগ জামাতের ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিতে দলে দলে আসছেন মুসল্লিরা। 

শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার মূলপর্ব শুরু হওয়ার কথা থাকলেও বুধবার থেকেই হাজার হাজার মুসল্লি গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ব ইজতেমা ময়দানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এর আগে বুধবার মধ্যরাতেও এক দফা বৃষ্টি হয়।

বৃহস্পতিবার দিনভর আকাশ মেঘলা থাকলেও সন্ধ্যার আগপর্যন্ত সেভাবে বৃষ্টি হয়নি। কয়েক দফায় সামান্য গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছিল। তবে মাগরিবের নামাজের পর থেকে বৃষ্টি নামা শুরু হয়েছে। এতে বেশ ভোগান্তিতে পড়েন মুসল্লিরা।

সরেজমিন ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, বৃষ্টি শুরু হওয়ায় ইজতেমা ময়দানে মুসল্লিদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দেয়। ময়দানের বাইরে থাকা মুসল্লিরা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। সময় বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। 

সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেড়ে যাওয়ায় মুসল্লিরা দুর্ভোগে পড়েন। সন্ধ্যা ৭টায় মুসলধারে বৃষ্টি শুরু হয়। ৭টা ১০ মিনিট থেকে বৃষ্টি কমতে শুরু করে।

বৃষ্টির সময় বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। বৃষ্টিতে ভিজেই বয়ান শুনেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 

ইজতেমা ময়দানে কর্তব্যরত তিতাস গ্যাস কর্মকর্তা মফিজ মিয়া জানান, বৃষ্টিতে সমস্যা হচ্ছে। তবে আল্লাহ হেফাজত করবেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম