
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পিএম
‘টোয়াইলাইট’ সিরিজ থেকে শুরু, এখনো রবার্টকে ভুলতে পারেননি স্টুয়ার্ট

শাহনাজ হেনা
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১০:২০ এএম

ছবি: সংগৃহীত
‘টোয়াইলাইট’ সিরিজের একটি সিনেমাও দেখেননি, হলিউড সিনেপ্রেমী এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। যারা এ সিরিজটির ভক্ত তারা নিশ্চয়ই এটাও জানেন, সিনেমার দুই প্রধান চরিত্রে রূপদানকারী অভিনয়শিল্পী রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্টের রোমাঞ্চের কথা। যদিও বর্তমানে দুজনার পথ দুদিকে। কিন্তু সম্পর্ক চলাকালীন তাদের মধ্যে এমন কিছু বিষয় ছিল যেটা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন স্টুয়ার্ট।
‘টোয়াইলাইট’ রবার্ট প্যাটিনসনকে অনেক লাইমলাইট এনে দিয়েছে। দর্শকরা ভ্যাম্পায়ার, এডওয়ার্ড কালেনের চরিত্রে তার অবতারে আচ্ছন্ন ছিলেন। ভক্তরা যখন জানতে পারেন যে, তাদের প্রিয় অন-স্ক্রিন জুটি বাস্তব জীবনেও ডেটিং করছেন তখন তারা আরও বেশি আগ্রহী হয়ে উঠেছিলেন এ জুটির প্রতি।
২০০৯ সালে প্রথম পর্বের শুটিং করার সময় ‘ব্যাটম্যান’ অভিনেতা ক্রিস্টেন স্টুয়ার্টের প্রেমে পড়েন। ২০১৩ সালে দুজন দুজনের প্রতি প্রতারণার অভিযোগ এনে একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন।
তবে তার আগে ভোগ ইউকে-এর সঙ্গে এক সাক্ষাৎকারে, ক্রিস্টেন স্টুয়ার্ট বলেছিলেন, তিনি এবং তার তৎকালীন প্রেমিক রবার্ট প্যাটিনসন একে অপরের গন্ধে আচ্ছন্ন ছিলেন।
তিনি বলেন, ‘আমি তার শরীরের ঘ্রাণ নিতে পছন্দ করতাম। তবে সে (রবার্ট) আমার চেয়েও বেশি। সে যা করত, সেটা এখানে প্রকাশযোগ্য নয়। এটা বলতে পারি, আমার শরীরের ঘ্রাণে সে বুঁদ হয়ে থাকত। এটা আমার বেশ ভালো লাগত।’
ক্রিস্টেন জানান, রবার্ট প্যাটিনসনের এ অদ্ভুত আচ্ছন্নতা সম্পর্কেও তিনি অজ্ঞ ছিলেন। কিন্তু বিষয়টি তাকেও বেশ ভালোলাগার জন্ম দিত। যদিও স্টুয়ার্টই সেই ভালোলাগা বেশিদিন ধরে রাখতে পারেননি। রবার্টকে ঠকিয়ে ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে গড়ে তুলেছিলেন গোপন সম্পর্ক। ঠিক এ প্রতারণাটি মেনে নিতে পারেননি রবার্ট।
এ বিষয়টি নিয়ে সে সময় বিতর্কও হয়েছিল। রুপার্ট স্যান্ডার্স তখন বিবাহিত ছিলেন, কিন্তু পাপারাজ্জিদের চোখ এড়াতে পারেননি। স্টুয়ার্টের সঙ্গে তার গোপন প্রেমের সম্পর্ক প্রকাশ করে দেন তারা। পুরো নাটকীয়তা প্রকাশ্যে আসার পর স্টুয়ার্ট ও রুপার্ট দুজনেই ক্ষমা চেয়েছিলেন। রবার্ট প্যাটিনসন অবশ্য ২০১২ সালের অক্টোবরে ক্রিস্টেন স্টুয়ার্টকে ক্ষমা করে দিয়ে আবারও সুযোগ দিয়েছিলেন। হয়েছিল তাদের পুনর্মিলনও। কিন্তু টোয়াইলাইট দম্পতি অবশেষে ২০১৩ সালের মে মাসে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। ক্রিস্টেন স্টুয়ার্ট বর্তমানে চিত্রনাট্যকার ডিলান মেয়ারের সঙ্গে বাগদান করেছেন।
অন্যদিকে রবার্ট প্যাটিনসন আগের চেয়েও বেশি সুখী! তিনি সুকি ওয়াটারহাউসের সঙ্গে বাগদান করেছেন বলে জানা গেছে, এবং এ দম্পতির ২০২৪ সালের মার্চ মাসে তাদের প্রথম কন্যাকে স্বাগত জানিয়েছেন।