
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৬:০৯ পিএম
হলিউডের সিনেমায় অপর্ণা

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:২৯ পিএম

আরও পড়ুন
বাংলাদেশের অভিনেত্রী অপর্ণা কির্ত্তনীয়া। কাজ করেন বাংলা নাটকে। সম্প্রতি তিনি হলিউডের একটি প্রজেক্টে অভিনয় করেছেন। যেটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের জন্য নির্মিত হয়েছে। নাম ‘ফ্লিটিং লাইট’।
সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এই প্রজেক্টে শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন হলিউডের নির্মাতা লিওন লি। এতে কেন্দ্রীয় চরিতেই দেখা যাবে বলে জানিয়েছেন অপর্ণা। এক বাংলাদেশী মেয়ের সঙ্গে একজন চায়নিজ ব্যাবসায়ীর প্রেম, বিয়ে এবং বিচ্ছেদের রসায়ণ দেখা যাবে এ সিনেমায়।
অপর্ণা বলেন, ‘হলিউডে কাজ করা সবার স্বপ্ন থাকে। ঠিক একইভাবে আমারও স্বপ্ন ছিল। আর এই স্বপ্নটি বাস্তবায়ন করেছে ডিরেক্টর লিওয়েন লি। এজন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। সিনেমাটিতে আবেগ, সংগীত এবং গল্প বলার এক মনোমুগ্ধকর মিশ্রণ দেখা যাবে। যার ফলে দর্শক খুব সদরে গ্রহণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সবাই আমার জন্য দোয়া করবেন যেনো ভালো কাজের মধ্যদিয়ে বিশ্বের দরবারে আমার দেশকে রিপ্রেজেন্ট করে সবার ভালোবাসা অর্জন করতে পারি।’
জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই অ্যামাজন প্রাইম ভিডিওতে সিনেমাটি দেখা যাবে। এদিকে এ অভিনেত্রী ঈদ উপলক্ষে একাধিক নাটকেও অভিনয় করছেন বলে জানিয়েছেন।