Logo
Logo
×

বিনোদন

৯৭তম অস্কার পুরস্কার কারা পেলেন জেনে নিন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:৫৬ এএম

৯৭তম অস্কার পুরস্কার কারা পেলেন জেনে নিন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আজ ভোরে বসেছে ৯৭তম অস্কারের আসর।  বিনোদন দুনিয়ায় বিশ্বের সব থেকে বড় মঞ্চ পুরস্কার প্রদানের আয়োজন করা হয়েছে। অস্কারে সেরার সেরাদের বেছে নেওয়া হয়। বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় শুরু হয়েছে এ অস্কার ঘোষণা।

জানা গেছে, ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘ব্রুটালিস্ট’সহ একাধিক সিনেমা স্থান পেয়েছে অস্কারের তালিকায়। জেনে নিন কাদের হাতে উঠল এবারের অস্কার?

আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিরান কালকিন। ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পান তিনি। অন্যদিকে ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে অস্কার ছিনিয়ে নিলেন জোয়ি সালডানা। এর অবদানের জন্য মা এবং বোনকে মঞ্চ থেকেই স্যালুট জানান অভিনেত্রী। এ সময় নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি জোয়ি। এ ছাড়া বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নিলেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

দ্বিতীয়বারের মতো অস্কার জিতে নিলেন শন বেকার। অ্যানোরা সিনেমায় কাজ করে সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতলেন তিনি। তার তীক্ষ্ণ গল্প বলার এবং নিরবচ্ছিন্ন সম্পাদনায় এই বিজয় অর্জন করেন তিনি। এ ছাড়া সেরা প্রযোজক হিসেবে অস্কার জিতেছেন নাথান ক্রাউলি ও লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ।

এদিকে অস্কারের জন্য সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে চলচ্চিত্র ‘এমিলিয়া পেরেজ’। সিনেমাটির 'এল মাল' গানের তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল ও জ্যাক অডিয়ার্ড অস্কারে ভূষিত হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম