ফাইল ছবি
মার্কিন পপস্টার ম্যাডোনা (৬৪) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। রোববার তাকে এক বন্ধুর সঙ্গে হাঁটাচলা করতে দেখা গেছে। এর আগে তিনি ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যায় ছিলেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে- পপ কুইন ম্যাডোনা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এজন্য পূর্বনির্ধারিত তার ওয়ার্ল্ড ট্যুর স্থগিত করা হয়।
নিউইয়র্ক সিটির পাশেই আপার ইস্ট সাইডে রোববার এক বন্ধুর সঙ্গে হাঁটাচলা করতে দেখা গেছে তাকে। সেই দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বেশ বড় সানগ্লাস পরতে দেখা যায়। মাথায় হ্যাট। পায়ে নাইকির জুতা। ঠোঁটে লাল লিপস্টিক। চুল বেণি করে বাঁধা। তাকে বেশ খোশমেজাজে দেখা যায়।
বিবিসির খবরে বলা হয়, ম্যাডোনা অচেতন হওয়ার পর গত ২৪ জুন নিউইয়র্ক সিটির একটি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। তাকে পাইপের মাধ্যমে খাদ্য ও অক্সিজেন দেওয়া হয়।
ম্যাডোনার ম্যানেজার গাই ওসেরি ওই সময় ইনস্টাগ্রামে বলেন, গ্লোবাল পপস্টার ব্যাকটেরিয়ার সংক্রমণে গুরুতর অসুস্থ ছিলেন। তাকে বেশ কয়েক দিন আইসিইউতে থাকতে হয়েছিল। ম্যাডোনার সম্পূর্ণ আরোগ্য লাভের আশা করা হচ্ছে।
চলতি বছরের শুরুতেই ম্যাডোনা তার ‘সেলিব্রেশন’ নামে ট্যুর শুরুর ঘোষণা দেন। এটা হতো তার মিউজিক ক্যারিয়ারের ৪০তম বার্ষিকী। আগামী ১৫ জুলাই কানাডার ভ্যানকোভার থেকে শুরু হওয়ার কথা ছিল তা। এরপর যুক্তরাষ্ট্র, ইউরোপ হয়ে ১ ডিসেম্বর আমস্টার্ডামে শেষ হওয়ার কথা ছিল।