Logo
Logo
×

সরকার

হাসিনাকে থামান: দিল্লিকে ঢাকা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম

হাসিনাকে থামান: দিল্লিকে ঢাকা

ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেন, সেজন্য ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ নোট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসিনাকে থামাতে দিল্লির প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযম করার জন্য, যেন উনি এ ধরনের বক্তব্য না দেন- যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে।আমরা এটার কোনো জবাব পাইনি এখনো।

তিনি বলেন, গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আজ আরেকবার তাদের প্রতিবাদ নোট দিয়েছি। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ নোটটি দিয়েছি এবং আমরা আবারো অনুরোধ করেছি, যেন তাকে থামানো হয়।কারণ, তার যে বক্তব্য প্রধানত মিথ্যা। উনি যেসব কথা উল্লেখ করছেন সেটা এক ধরনের অস্থিশীলতা উসকে দিচ্ছে বাংলাদেশে। এজন্য আমরা অনুরোধ করেছি, এই অনুশীলনটা বন্ধ করার জন্য।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম