স্বাস্থ্যসেবায় নতুন সচিব
এক সচিব ওএসডিসহ প্রশাসনের উচ্চ পর্যায়ে ৬ রদবদল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম
প্রশাসনে একজন অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। একজন সিনিয়র সচিব ও একজন সচিবের দপ্তর পরিবর্তন করা হয়েছে। একজন সচিবকে ওএসডি করা হয়েছে।
এছাড়াও ছয়জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করা হয়েছে এবং দুজন অতিরিক্ত সচিবকে ওএসডি করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখত রদবদলের পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
জারি করা আদেশে, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ডিজি) মো. সাইদুর রহমানকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য সেবা বিভাগে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ে এবং সেতু বিভাগের সচিব মো. ফাহিমুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
পৃথক আদেশে, রেল পথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকীকে ওএসডি করা হয়েছে।
পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে এনজিও বিষয়ক ব্যুরোর ডিজি হিসাবে পদায়ন করা হয়েছে।
অপর এক আদেশে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব বদরে মুনির ফেরদৌসকে পরিকল্পণা বিভাগে, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদ হাসানকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে, বিসিক-এর পরিচালক আহসান কবিরকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে, কপিরাইট নিবন্ধক মো. দাউদ মিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদায়ন করা হয়েছে।
একই আদেশে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অমল কৃষ্ণ মন্ডল ও ড. নাহিদ হাসানকে ওএসডি করা হয়েছে।