Logo
Logo
×

সরকার

মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পেছনে অনেক কারণ আছে: উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৭:০৬ পিএম

মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পেছনে অনেক কারণ আছে: উপদেষ্টা

ফাইল ছবি

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘মূল্যস্ফীতি জিনিসটা অনেক জটিল। এটি হঠাৎ করে বেড়ে যায়নি। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পেছনে অনেক কারণ আছে। তবে আনুষ্ঠানিক হিসেবে মূল্যস্ফীতি ১ শতাংশ কমেছে। আপনারা স্বস্তি পাবেন, অধৈর্য হবেন না।’

বুধবার রাজধানীতে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাজারে জিনিসপত্রের চড়া দাম নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। একটু সময় লাগবে। ইতোমধ্যে আমরা কিছু সিদ্ধান্ত দিয়েছি। আগে ভোজ্যতেলের ওপর থেকে আমদানি শুল্ক কমিয়েছি। আজ চিনির ওপর থেকে শুল্ক কমানো হলো।’

এ সময় উপদেষ্টা বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না জানিয়ে বলেন, ‘আজ মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হলো। এ ছাড়া এলএনজি আমদানি, সার কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। স্বস্তি পাবেন আপনারা।’

মূল্যস্ফীতির পেছনের কারণ তুলে ধরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, এখানে বাজারের একটা বিষয় আছে। আছে বাজার তদারকি ব্যবস্থার বিষয়। আছে পণ্য উৎপাদন ও বিপণনের বিষয়। উৎপাদন করলেও সেটা বিপণনের ক্ষেত্রে অনেক ব্যাপার আছে। অনেক জায়গায় পুরোনো লোক চলে গেছে। নতুন লোক...।

চাঁদাবাজি নিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, চাঁদাবাজি কমেনি তা নয়; চাঁদাবাজি কমেছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হাতবদল হওয়াটা এ মুহূর্তে যে কমেছে, তা বলা যাচ্ছে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম