নিরপেক্ষভাবে এটুআই’র অনিয়ম তদন্তের নির্দেশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ পিএম
এটুআই’র অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। একইসঙ্গে এটুআই’র অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে তদন্ত প্রক্রিয়া যেন নিরপেক্ষ ও স্বচ্ছ হয় সেই নির্দেশনাও দেন তিনি।
বুধবার ঢাকায় আইসিটি টাওয়ারে এটুআই’র প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা এসব নির্দেশনা দেন। এদিন তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত কলেজ ছাত্র আহনাফের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এটুআইতে নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কাজ করতে হবে। এটুআই’র কাজের ব্যাপারে যেন কোনো অভিযোগ না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। এটুআই কর্তৃক গৃহীত উদ্যোগগুলো দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে।