Logo
Logo
×

সরকার

বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টে টম ল্যান্টস কমিশনের ইচ্ছাকৃত অপচেষ্টা: ঢাকা

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৮:৩১ পিএম

বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টে টম ল্যান্টস কমিশনের ইচ্ছাকৃত অপচেষ্টা: ঢাকা

যুক্তরাষ্ট্রের টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশনের শুনানিকে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের ইচ্ছাকৃত চেষ্টা বলে অভিহিত করেছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কয়েকজন প্যানেল আলোচক বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অপ্রমাণিত তথ্য দিয়েছেন বলে বিশ্বাস করার যথেষ্ঠ কারণ রয়েছে। 

টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন গত ১৫ আগস্ট ভার্চুয়াল পদ্ধতিতে জুমের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে একটি শুনানি করেছে। শুনানিতে কোনো কোনো প্যানেল আলোচক বাংলাদেশের বিরুদ্ধে আরও স্যাংশন (নিষেধাজ্ঞা) আরোপের প্রস্তাব করেছেন। 

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই শুনানি সম্পর্কে এক বিবৃতিতে আরও বলেছে, ‘২০২৩ সালের ১৫ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে কোনো কোনো মিডিয়ার রিপোর্ট আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি যাচাই করে জানা যায়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এমন কোনো আলোচনা অনুষ্ঠিত হয়নি।’

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গত ১৫ আগস্ট টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন জুমের মাধ্যমে একটি ব্রিফিং সেশন করেছে।  এতে চারজন প্যানেল আলোচক ছিলেন। তাদের কেউই কংগ্রেসম্যান নন। ১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবসে এমন শুনানি অনুষ্ঠানের কারণে আয়োজকদের ভূমিকা নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন তুলেছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম