
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পিএম
ম্যানইউ সমর্থকদের ‘ক্লাসের’ অভাব দেখছেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ম্যাড়মেড়ে ম্যানচেস্টার ডার্বিতে জেতেনি কেউ। রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র। চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জনের আশায় তাতে বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে ফল না এলেও ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত-সমর্থকদের কাণ্ডকীর্তি দেখে নিন্দা জানিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা।
ওল্ড ট্রাফোর্ডে গতকাল ম্যাচের ৫৭ মিনিটে ফিল ফোডোনের পরিবর্তে জেরেমি ডোকুকে মাঠে নামান গার্দিওলা। ফোডেন মাঠ ছেড়ে যাওয়ার সময় তাঁর মাকে নিয়ে বাজে ভাষায় স্লোগান দিয়েছে রেড ডেভিলদের ভক্ত-সমর্থকেরা। এমনটা দেখে খেপেছেন গার্দিওলা।
ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘সত্যি বলতে আমি সেসব মানুষের মন-মানসিকতা বুঝতে পারছি না, যারা ফোডেনের মাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। তাদের মধ্যে সততা, ক্লাসের অভাব রয়েছে। তাদের লজ্জিত হওয়া উচিত।’
পাঁচ বছর পর ডার্বি ম্যাচ অবশ্য নিষ্প্রাণ ছিল। গোলশূন্য ড্রয়ের ফলে চ্যাম্পিয়নস লিগে খেলার লড়াইয়ে ধাক্কা খেয়েছে সিটি। গার্দিওলার দল এখন পঞ্চম স্থানে, পয়েন্ট ৫২। চেলসির থেকে তারা এক পয়েন্ট পিছিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড তালিকার ১৩তম স্থানে, তাদের পয়েন্ট ৩৮। টেবিলের শীর্ষে আছে লিভারপুল। দুইয়ে আর্সেনাল, তিনে নটিংহ্যাম ফরেস্ট ও চারে চেলসি।