
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পিএম
মেসির রেকর্ড গড়ার দিনে যা বললেন কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০২:৫১ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
টরেন্টোকে ততটা পাত্তা দেয়নি ইন্টার মিয়ামি। লিগ টেবিলের ১৪ নম্বর দল, শেষ ৬ ম্যাচে যাদের জয় নেই একটিও—এমন দলকে শীর্ষ দল কি গোনায় ধরে? হাভিয়ের মাসচেরানোও এই ভুল করেছিলেন। প্রায়শ্চিত্তও করতে হয়েছে। তবে ত্রাতা হয়ে দলকে বাঁচিয়েছেন লিওনেল মেসি।
চেজ স্টেডিয়ামে ভোরে টরেন্টোর বিপক্ষে পয়েন্ট খুঁইয়েছে মিয়ামি। মেসি গোল পেলেও এমএলএসের ম্যাচটি থেমেছে ১-১ সমতায়। এমন হতাশাজনক পারফর্মের পর মেসিদের বস জানিয়েছেন, এই ম্যাচ ভুলে যাও—সামনে কঠিন লড়াই।
কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে ১০ এপ্রিল মিয়ামির বাঁচা মরার লড়াই। গত সপ্তাহে প্রথম লেগে লস অ্যাঞ্জেলেসের কাছে ১-০ গোলে হারে মিয়ামি। এবার সেই গোলের শোধ দিয়ে উঠতে হবে শেষ চারে। এমন কঠিন ম্যাচে মেসিকে ফিট রাখতে চাইছে মিয়ামি। দলের সবাইকেও বাড়তি নজর দিতে বলেছেন কোচ।
GO LA ZO DE LEO MESSI 💥🐐 pic.twitter.com/GJMqCLqOwe
— Inter Miami CF (@InterMiamiCF) April 7, 2025
টরেন্টোর কাছে আটকা পড়ার পর মাসচেরানো বলেছেন, ‘আমরা যে ফল চাইছিলাম, সেটি পাইনি। দুর্ভাগ্যজনক। বুধবারের (লস অ্যাঞ্জেলেস) ম্যাচের আগে জয় তুলে নিজেদের সেরা ফর্মে থাকতে চেয়েছিলাম। ম্যাচের প্রথমার্ধে ১০-১৫ মিনিট মনোযোগ হারিয়ে বসেছিলাম, সেই সুযোগে ওরা গোল করেছে। দ্বিতীয়ার্ধে বদলি নামিয়ে চেষ্টা করেছিলাম, পারিনি। আমাদের এখন বুধবারের ম্যাচটি নিয়ে ভাবা উচিত।’
জয় না পেলেও মেসি এদিন একটি রেকর্ড গড়েছেন। মেজর লিগ সকারে সব মিলিয়ে ২৯ ম্যাচে মেসির গোল ও অ্যাসিস্ট সংখ্যা ৪৪টি। ক্লাবের হয়ে এত দ্রুত সময় আর কেউ এই সংখ্যা ছুঁতে পারেননি। মেসি ছাড়িয়ে গেছেন তার আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েনকে। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৪৪ সংখ্যা ছুঁতে হিগুয়েনের লেগেছিল ৬৭ ম্যাচ।