
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পিএম
২৬ ম্যাচ পর হারল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১০:১৬ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
লিগ শিরোপায় এক হাত দিয়ে ফেলার সুবর্ণ সুযোগ হেলায় হারাল লিভারপুল। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাক অ্যালিস্টারের গোলে শুরুতে এগিয়ে গিয়েও ফুলহামের কাছে ৩-২ ব্যবধানে হেরেছেন অলরেডরা। ২৬ ম্যাচ পর এটি তাদের প্রথম হার। লিগে ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যানফিল্ড জায়ান্টরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে ৬২ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে দুইয়ে। ৫৩ পয়েন্ট নিয়ে চারে থাকা চেলসি কাল গোলশূন্য ড্র করেছে ব্রেন্টফোর্ডের সঙ্গে। ম্যানচেস্টার ডার্বিও গোলশূন্য ড্র হয়েছে।
এদিকে লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের হারের সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। শনিবার রিয়ালের হারের পর নিজেদের মাঠে রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সা। সাত মিনিটে গাভির গোলে এগিয়ে যাওয়া বার্সা জিততে পারলে লিগ শিরোপার ফয়সালা একরকম হয়েই যেত।
কিন্তু নাথানের গোলে বার্সাকে রুখে দিয়ে রিয়ালকে কিছুটা হলেও স্বস্তি এনে দেয় বেতিস। আট ম্যাচ বাকি থাকতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান এখন চার পয়েন্টের। ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।
১১ মে’র এল ক্লাসিকোই হয়তো এ মৌসুমে লা লিগার শিরোপা নির্ধারণ করে দেবে। বার্সার জন্য ভালো দিক হচ্ছে, ম্যাচটি তাদের মাঠে।