
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পিএম
৫ বছর পর এমন ম্যাড়মেড়ে ম্যানচেস্টার ডার্বি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ এএম

আরও পড়ুন
ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির লড়াই সবসময় জমজমাট এক ম্যাচের আভাসই দেয়। তবে রোববার প্রিমিয়ার লিগে দুই দলের লড়াই তেমন কিছুই দিতে পারল না। দুই দল গোলশূন্য ড্র করেছে। এই ম্যাচটি ছিল খুবই ম্যাড়মেড়ে, উত্তেজনার তেমন কিছুই ছিল না। পাঁচ বছর পর ডার্বি ম্যাচে এমন নিষ্প্রাণ দৃশ্য দেখা গেল।
এই ড্রয়ের ফলে চ্যাম্পিয়নস লিগে খেলার লড়াইয়ে ধাক্কা খেল সিটি। পেপ গার্দিওলার দল এখন পঞ্চম স্থানে আছে, তাদের পয়েন্ট ৫২। চেলসির থেকে তারা এক পয়েন্ট পিছিয়ে আছে। আর ম্যানচেস্টার ইউনাইটেড আছে তালিকার ১৩তম স্থানে, তাদের পয়েন্ট ৩৮।
দুই দলই এ মৌসুমে খারাপ সময় পার করছে। তাই ম্যাচে স্পষ্ট কোনো সুযোগ দেখা যায়নি। প্রথমার্ধটা ছিল একেবারেই নিস্তেজ। ওল্ড ট্র্যাফোর্ডে রোদের আলোয় খেলা হলেও উত্তাপ ছিল না।
বিরতির পর খেলা একটু জমে। সিটির ফরোয়ার্ড ওমর মারমুশ ২৫ গজ দূর থেকে এক জোরালো শট নেন। ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা দারুণ সেভ করে তা ঠেকিয়ে দেন।
ইউনাইটেডের সবচেয়ে ভালো সুযোগটা আসে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে। তখন জোশুয়া জার্কজি ঘুরে দাঁড়িয়ে হাফ-ভলি শট নেন। কিন্তু সিটির গোলকিপার এডারসন দুই হাতে দুর্দান্ত সেভ করে ইউনাইটেডকে গোলবঞ্চিত করেন।
ফলে ম্যাচে আর গোলের দেখা মেলেনি। দুই দলের কেউই জেতেনি। মাঠ ছাড়ে একটি করে পয়েন্ট নিয়ে।