নেইমারের উচিত ছিল পাঁচটি ব্যালন ডি’অর জেতা: বুফন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
বিশ্ব ফুটবলে সুপারস্টার নেইমারের আবির্ভাব ঘটে আগামীর তারকা হিসেবে। তাকে ঘিরে বিশ্বজয়ের স্বপ্ন বুনেছিল ব্রাজিল। বিস্ময়বালক থেকে পরিণত হওয়ার সময়ে নেইমার অনেকটা ঝরে পড়েছেন। যার অন্যতম বড় কারণ আঘাতজনিত চোট। এই চোটের কারণে বছরের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়ে এ তারকাকে।
সুস্থ নেইমার কতটা আগ্রাসী, তার প্রমাণ তিনি দিয়েছিলেন বার্সেলোনায় থাকতে। মেসি-রোনাল্ডোপরবর্তী যুগে নেইমারকে সবচেয়ে বড় তারকা হিসেবেই বিবেচনা করেছিলেন ফুটবলবোদ্ধারা। এমনকি এখনো নেইমারকে এগিয়ে রাখছেন সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।
গোলডটকমের এক প্রতিবেদন অনুসারে, ইতালির জাতীয় দলের সাবেক ফুটবলার বুফন মনে করেন, নেইমারের অন্তত পাঁচটি ব্যালন ডি’অর জেতা উচিত ছিল। দুজন একসঙ্গে ফরাসি ক্লাব পিএসজিতে খেলেছিলেন। তিন প্রজন্মের সঙ্গে খেলা ইতালিয়ান গোলরক্ষক বুফন মেসি-রোনাল্ডোর চেয়ে এগিয়ে রাখছেন নেইমারকে।
বুফন বলেন, ‘তিন প্রজন্মের ফুটবলারদের বিপক্ষে আমি খেলেছি। একজনকে কীভাবে বেছে নেই বলুন তো? জিদান, রোনালদো (নাজারিও), মেসি, ক্রিস্টিয়ানো (রোনাল্ডো), ইনিয়েস্তা—কত সেরা ফুটবলার রয়েছেন। যদি একজনকে বেছে নিতে বলেন, আমি নেইমারের কথা বলব। তার উচিত ছিল পাঁচটি ব্যালন ডি’অর জেতা।