Logo
Logo
×

খেলা

ফিলিস্তিনের সমর্থনে পিএসজির মাঠে বিশাল ব্যানার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম

ফিলিস্তিনের সমর্থনে পিএসজির মাঠে বিশাল ব্যানার

গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে পিএসজির মাঠে বিশাল ব্যানার টাঙ্গানো হয়েছে। 

বুধবার রাতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ফিলিস্তিনের সমর্থনে ব্যানার উন্মোচন করে পিএসজির এক দল সমর্থক।

খেলা শুরুর আগে পিএসজির ‘ওতেইয়ি কপ’ সমর্থকগোষ্ঠি ফিলিস্তিনের মুক্তির দাবিতে গ্যালারিতে বিশাল আকৃতির ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা ব্যানার প্রদর্শন করেন।

বিষয়টি ভালোভাবে নেননি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ু। ফরাসি ক্লাবকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন তিনি।

স্থানীয় এক রেডিওতে ক্লাবটিকে নিষেধাজ্ঞার মতো কঠিন শাস্তি দেওয়া হবে কি-না, এমন প্রশ্নের উত্তরে সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ু বলেন, ‘আমি কোনো কিছু উড়িয়ে দিচ্ছি না। পিএসজির কাছে আমি এর ব্যাখ্যা জানতে চাইব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম