রোনাল্ডো
বয়স যতই বাড়ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোল ক্ষুধা যেন ততোই বাড়ছে। কদিন আগেই রোনাল্ডো ঘোষণা দিয়েছিলেন ক্যারিয়ারে ১ হাজার গোল করতে চান তিনি। সেই তিনি এ কথা বলার পর টানা দুই ম্যাচে গোল করেছেন। এবার নেশন্স লিগে স্কটল্যান্ডের বিপক্ষে পর্তুগালকে জিতিয়ে গড়েছেন নতুন এক রেকর্ডও। তাতে অনন্য উচ্চতায় এখন রোনাল্ডোর নাম।
সোমবার নেশন্স লিগে স্কটিশদের বিপক্ষে পর্তুগালকে ২-১ গোলে জেতাতে বড় অবধান রেখেছেন রোনাল্ডো। সমতায় শেষ হওয়ার পথে থাকা ম্যাচের ৮৮ মিনিটে দারুণ এক গোল করে দলকে জিতিয়েছেন। পর্তুগালকে এনে দিয়েছেন পূর্ণ ৩ পয়েন্ট। তাতে গ্রুপ এ তে টানা দুই জয়ে শীর্ষে পর্তুগাল।
এমন ম্যাচে ক্যারিয়ারের ৯০১ তম গোল করেছেন রোনাল্ডো। যা আন্তর্জাতিক ফুটবলে সিআর সেভেনের ১৩২তম গোল। নুনো মেন্ডেসের পাস থেকে করা এই গোলের সুবাদে নতুন এক বিশ্বরেকর্ডও করেছেন রোনাল্ডো। জাতীয় দলের হিসেবে ৪৮তম প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করেছেন পর্তুগালের এই সুপারস্টার। কোনো একক খেলোয়াড়ের পক্ষে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে এত বেশি গোলের নজির নেই কারো।
গোলের জন্য রোনালদোর পছন্দের প্রতিপক্ষ লুক্সেমবার্গ। তাদের বিপক্ষে ১১ ম্যাচে রোনালদো পেয়েছেন ১১ গোল। সাতটি গোল পেয়েছেন লিথুনিয়া এবং সুইডেনের বিপক্ষে। অ্যান্ডোরা এবং হাঙ্গেরির বিপক্ষে আছে ৬টি করে গোল। আর্মেনিয়া, লাটভিয়া এবং সুইজারল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে করেছেন ৫ গোল। ৪ গোল আছে চার বসনিয়া-হার্জেগোভিনা, ফ্যারো আইল্যান্ড, নেদারল্যান্ডস এবং এস্তোনিয়ার বিপক্ষে।
নেশন্স লিগে রোনাল্ডোর পর্তুগালের পরের দুই ম্যাচ আগামী ১৩ ও ১৬ অক্টোবর। যেখানে পর্তুগালের প্রতিপক্ষ পোল্যান্ড ও স্কটল্যান্ড।