ফাইল ছবি
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলকে ৫-২ গোলে বিধ্বস্ত করার পর হঠাৎ যেন খেই হারিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র করার পর কোপা দেল রে’র সেমিফাইনালে প্রথম লেগে বার্সেলোনার কাছে হেরেছে তারা।
রোববার রাতে রিয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করে লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল কার্লো আনচেলত্তির দল। ভ্যালেন্সিয়াকে এদিন ১-০ গোলে হারিয়ে বার্সেলোনা ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৩। ব্যবধান নয় পয়েন্টের। লা লিগার ইতিহাস বলছে, ২৪ ম্যাচ শেষে নয় পয়েন্ট এগিয়ে থাকা কোনো দল শিরোপা হারায়নি।
বেতিসের মাঠে অসংখ্য সুযোগ নষ্ট করা রিয়াল শেষ তিন ম্যাচে মাত্র একটি গোল করেছে। দলের গোলখরা নিয়েই বেশি চিন্তিত আনচেলত্তি, ‘যতটা না ক্ষুব্ধ, তারচেয়ে বেশি হতাশ আমি। অদ্ভুত ব্যাপার যে, আমরা গোল করতে পারছি না। আক্রমণভাগই এখন মূল সমস্যা। এখানে আরও নিখুঁত ও কার্যকর হতে হবে।’
একই দিনে জিয়ানলুকা মানচিনির দুর্দান্ত গোলে জুভেন্টাসকে ১-০ ব্যবধানে হারিয়ে সেরি-এ লিগের শীর্ষ চারে উঠে এসেছে রোমা।