
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পিএম
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করলেন পররাষ্ট্র সচিব

আহআদুল কবির, মালয়েশিয়া
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০২:১৭ পিএম

আরও পড়ুন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। সরকারি সফরে সিঙ্গাপুর যাওয়ার পথে কুয়ালালামপুরে যাত্রা বিরতিকালে তিনি হাইকমিশন পরিদর্শন করেন এবং হাইকমিশনের সব কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে মতবিনিময় করেন।
হাইকমিশন সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৪টায় হাইকমিশনের নতুন চ্যান্সারি
ভবনে পররাষ্ট্র সচিবকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান হাইকমিশনার মো. শামীম আহসান এবং
দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর মিশনের অডিটোরিয়ামে সবার উপস্থিতিতে একটি
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই হাইকমিশনের কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা করা হয়। উপস্থাপনা
শেষে হাইকমিশনার শামীম আসান স্বাগত বক্তব্য দেন যেখানে তিনি প্রথমবারের মতো কুয়ালালামপুরস্থ
বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন এবং মিশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করার জন্য পররাষ্ট্র
সচিবকে আন্তরিক ধন্যবাদ জানান। এরপর পররাষ্ট্র সচিব মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের
উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
হাইকমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে পররাষ্ট্র সচিব মিশনের কর্মকর্তাদের
দ্বিপাক্ষিক কূটনীতির পাশাপাশি দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক নিবিড়তরকরণ, বাণিজ্য
ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রবাসীদের কল্যাণ এবং জনকূটনীতির ওপর জোর দেওয়ার নির্দেশনা
দেন।
ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, বিভিন্ন দেশ থেকে দেশে-বিদেশি বিনিয়োগ আসার পথ এখন সুগম হয়েছে। তিনি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।
মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্কের বরাত দিয়ে তিনি
বলেন, বাংলাদেশ আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।
এ লক্ষ্যে উল্লেখযোগ্য কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে।