
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০১:১৮ এএম
মালয়েশিয়ায় পাঁচ বাংলাদেশিসহ আটক ৬

আহমাদুল কবির, মালয়েশিয়া
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:১১ পিএম

আরও পড়ুন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি বাজারে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি। আর বাকিজন মিয়ানমারের নাগরিক।
দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১ টার দিকে কুয়ালালামপুর সিটি হলের
(ডিবিকেএল) সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
পাইকারি বাজারের গলিতে অবৈধভাবে অভিবাসী হকারদের কার্যকলাপ বন্ধে এ অভিযান
চালানো হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ
জানান, পাইকরি বাজারে ৫০ ব্যক্তিকে তল্লাশির পর ২১ থেকে ৫০ বছর বয়সি ছয়জন অবৈধ অভিবাসীকে
আটক করেছে। আটককৃতরা সবাই পুরুষ বলে জানিয়েছেন তিনি।
ওয়ান মোহাম্মদ সৌপি বলেন, অভিযানের সময় কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা
করে। তবে, তারা পালাতে ব্যর্থ হয়েছে। কারণ দোকানের পেছনের গলি ঘিরে রাখা হয়েছিল।