Logo
Logo
×

পরবাস

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশ, আটক ১৫ বাংলাদেশি

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৭:৫৬ পিএম

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশ, আটক ১৫ বাংলাদেশি

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন ১৫ বাংলাদেশি। সোমবার তাদের আটক করে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বিভাগ।

মঙ্গলবার মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি (একেপিএস) এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেট দলের ছদ্মবেশে ১৫ জন বাংলাদেশির মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়।

একেপিএস আরও জানিয়েছে, ১৫ জনের দলটি ক্রিকেটের জার্সি পরে এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র উপস্থাপন করে কর্তব্যরত কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। তবে, তদন্তে দেখা গেছে চিঠিটি ভুয়া। দাবি করা হয়েছে, ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার কথা ছিল না।

তারা একজন স্পন্সরকে জামিনদার হিসেবে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে, উপস্থিত ব্যক্তি স্বীকার করেছেন- তার কাছে টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য ছিল না এবং তিনি কেবল একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।

একেপিএস তাদের সবার বিরুদ্ধে নট টু ল্যান্ড (এনটিএল) ব্যবস্থা নিয়েছে এবং অভিবাসন বিধি অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম