Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ায় বাংলাদেশির মৃত্যু

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:৩০ পিএম

মালয়েশিয়ায় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার তামপিন জেলার গেমাস এলাকায় একটি কাঠের কারখানায় বয়লার মেশিনের মধ্যে পড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানান গেমাস দমকল ও উদ্ধার বিভাগের প্রধান মোহাম্মদ রাজেফ জামরি। 

তিনি জানান, তারা জরুরি সাহায্যের জন্য একটি ফোন কল পান। খবর পেয়ে দ্রুত ১০ জন দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো ও উদ্ধারকাজে অংশ নেয়।

রাজেফ জামরি আরও বলেন, বয়লার মেশিনটির গভীরতা প্রায় ১০ ফুট (৩.০৪ মিটার)। মেশিনের ভেতরের উচ্চ তাপমাত্রার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। আমাদের কর্মীদের আগুন প্রতিরোধক পোশাক পরে ভেতরে প্রবেশ করতে হয়।

দমকল বিভাগের তথ্য অনুযায়ী, ৩৯ বছর বয়সি ওই বাংলাদেশি নাগরিককে সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে মেশিনের ভেতর থেকে বের করা হয়। তবে তার শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

মরদেহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য দেশটির পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদ রাজেফ জামরি। 

স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে বলেও জানান তিনি।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম