Logo
Logo
×

পরবাস

প্রবাসীদের কনস্যুলার সেবা দিচ্ছে মালয়েশিয়ান বাংলাদেশ হাইকমিশন

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০১:২১ পিএম

প্রবাসীদের কনস্যুলার সেবা দিচ্ছে মালয়েশিয়ান বাংলাদেশ হাইকমিশন

মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে অবস্থানরত প্রবাসীদের কনস্যুলার সেবা দিচ্ছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীদের সর্বোচ্চ সেবা দিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এমনটি আগে থেকে জানিয়ে আসছিল কর্তৃপক্ষ।

সপ্তাহজুড়ে কনস্যুলার সেবার পাশাপাশি ১০ হাজারেরও বেশি প্রবাসীদের পাসপোর্ট বিতরণ করা হয়েছে। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশনায় প্রবাসীদের এ সেবা দেওয়া হচ্ছে। 

এতে জানানো হয়, ১৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত (সরকারি ছুটির দিনসহ) নিরবিচ্ছিন্নভাবে বিশেষ ব্যবস্থায় হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়।

এছাড়া, অনলাইনে মোবাইল কনস্যুলার টিমের মাধ্যমে রাজধানীর বাইরে পেনাং, জহুরবারু, কুয়ানতান, মেলাকা এবং কেলাং শহরে ছুটির দিনে (১৮ ও ১৯ জানুয়ারি) পাসপোর্ট বিতরণ করা হয়। এ সেবা চালু রয়েছে বলে জানিয়েছেন পাসপোর্ট ও ভিসা শাখার কাউসিলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন।  ২৫ ও ২৬ জানুয়ারি এ দুইদিন জোহর রাজ্যে প্রবাসীদের কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে, মালয়েশিয়ার পোস্ট অফিসের মাধ্যমেও অনলাইন সাক্ষাৎ এর ভিত্তিতে পাসপোর্ট বিতরণ করা হচ্ছে। 

হাইকমিশন বলছে, যেসব আবেদনকারী এখনো পাসপোর্ট সংগ্রহ করতে পারেননি, তাদের অনলাইনে  http://appointment.bdhckl.gov.bd পাসপোর্ট স্ট্যাটাস চেক করে হাতে হাতে হাইকমিশন থেকে অথবা মালয়েশিয়ার নির্ধাারিত পোস্ট অফিসের মাধ্যমে সাক্ষাৎ নিয়ে পাসপোর্ট সংগ্রহ করার জন্য প্রবাসীদের অনুরোধ করেছে হাইকমিশন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম