Logo
Logo
×

পরবাস

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্টদের সভাপতি আরিফ, সম্পাদক শিহাব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পিএম

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্টদের সভাপতি আরিফ, সম্পাদক শিহাব

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিসিওয়াইএসএ) ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ৩৩ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বেইজিংয়ের নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মো. জান্নাতুল আরিফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেশটির ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো-রিহ্যাবিলিটেশন বিভাগের পিএইচডি গবেষক মো. মনিরুজ্জামান শিহাব।

রোববার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি ড. এস এম মিনহাস, আসগর আহমেদ, ইফতে খাইরুল হক ইমন, আব্দুল্লাহ আল বারী ভুবন  উম্মে হাবিবা সাদিয়া, যুগ্ম সম্পাদক এন্ড্রু দাস শুভ্র, মো. আমিরুল ইসলাম, মো. আবু কাউসার, শুয়াইবা তাসনিম ও মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নয়ন কুমার চৌধুরী, অফিস সম্পাদক রাওহা বিন মেজবা, অর্থ সম্পাদক মোহাম্মদ আদিল, প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক  মিসবাহুল আমিন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক জি এম মাজহারুল ইসলাম, শিক্ষা সম্পাদক মো. রিজাউল করিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু বকর হায়াত অর্ণব, মানবসম্পদ সম্পাদক রিয়ান হাসান, সামাজিক যোগাযোগ সম্পাদক মাইশা মমতাজ, সমাজ কল্যাণ সম্পাদক মো. সাইদুর রহমান ও সাংস্কৃতিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আব্দুল্লাহ আল তানিম, কৃষ্ণ সরকার দীপু, মো. রিসার আব্দুল্লাহ, মোহাম্মদ আবরার ইয়াযদানী, লুবনা জাহান তাসনিন অনন্যা, ফাহিম শাহরিয়ার, নাইমা আক্তার, মো. নাঈম হাসান ও মো. রিফাদ উজ জামান। 

গত ৩০ নভেম্বর বেইজিং সময় সন্ধ্যা ৬টায় বিসিওয়াইএসএ'র নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়াজ আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ঢাকার চীনার দূতাবাসের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক কাউন্সেলর লি শাওপেং। বিশেষ অতিথি ছিলেন বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোছা. আশফিয়া আশরাফ। 

কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা ড. মোহাম্মদ সাহাবুল হক। পরে তিনি নতুন কমিটি ঘোষণা করেন। 

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গুয়ান্তং ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স অধ্যাপক ড. মিরাজ আহমেদ, সাংহাই ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং সাইন্সের প্রভাষক ও ড. এ এ এম মুজাহিদ, চীনের জেঙঝু বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিসিওয়াইএসএর উপদেষ্টা ড. মুহম্মদ আশরাফুল আলম, উপদেষ্টা এবং হুয়াঝং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পিএইচডি শিক্ষার্থী মারুফ হাসান।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় বিসিওয়াইএসএ। এটি চীন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী এবং পেশাদারদের একটি প্লাটফর্ম। ২০১৬ সালে কার্যক্রম শুরুর পর থেকে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে এবং চীনে অবস্থানরত বাংলাদেশিদের স্বার্থে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থী এবং চীনের বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশিরা বিসিওয়াইএসএ'র সদস্য হওয়ার জন্য যোগ্য। কমপক্ষে ৬ মাস চীনে পড়াশোনারত বাংলাদেশি শিক্ষার্থী এবং কমপক্ষে পুরো ১ বছর চীনে অতিবাহিত করা পেশাদার ব্যক্তিরা বিসিওয়াইএসএ'র সদস্য হতে পারেন।


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম