Logo
Logo
×

পরবাস

মোজাম্বিকে বাংলাদেশিদের ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর

Icon

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০১:১১ পিএম

মোজাম্বিকে বাংলাদেশিদের ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে আন্দোলনের নামে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর করছে স্থানীয় আন্দোলনকারীরা। এর মধ্যে একাধিক বাংলাদেশির দোকান রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত কয়েকদিনের সহিংসতায় দেশটির রাজধানী মাপুতো সিটি, সিমুই সিটি, বেইরা সিটি, নামপুলা সিটি, মুনফোলা, নাখালাসহ প্রায় সকল সিটি শহরে ইতিমধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি লুটপাট ও ভাঙচুর হয়েছে সিমুই শহরে। 

সেখানে অনেক বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে সবকিছু নিয়ে গেছে আন্দোলনকারীরা। সেই সময় তারা এক বাংলাদেশির গাড়ি জ্বালিয়ে দেয়। এবং ঘটনায় গুরুতর আহত হয়েছে মিজানুর রহমান নামে এক বাংলাদেশি।

দেশটির আইনশৃঙ্খলা সূত্রে জানা যায়, প্রায় প্রতিদিন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তারা লুটপাট করছে। বর্তমানে আন্দোলনকারীরা সিমুই শহরে অবস্থান নিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম