দ.আফ্রিকায় বাংলাদেশিদের দুই শতাধিক দোকান লুটপাট-ভাঙচুর
শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকে
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১১:৩৮ পিএম
দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন এলাকায় বাংলাদেশি মালিকানাধীন প্রায় দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুর চালিয়েছে স্থানীয় কৃষ্ণাঙ্গরা।
বৃহস্পতিবার দিবাগত রাতে ব্লুমফন্টেইনের প্রেজিন্স, মাফুরা, ক্রিসানী, ফিডম, পেইজসিক্স, পেইজটেন, মাতাকান্দি, দুলাল কেস্টল, খালিসা, রকল্যান্ড, অসকম ওয়েজব্রেরী, চেকআউট, হেডিডালসহ আশপাশের এলাকায় ইথিওপিয়ান, সোমালিয়া, বাংলাদেশিদের প্রায় দুই শতাধিকের অধিক ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, লুটপাট ও ভাঙচুর চালায় কৃষ্ণাঙ্গরা।
জানা যায়, স্থানীয় এলাকায় মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে কিছু শিক্ষার্থী অসুস্থ হওয়ার অজুহাতে বিদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর হামলা চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলা, ভাঙচুর ও লুটপাট অব্যাহত রয়েছে।
রকল্যান্ডের একজন বাংলাদেশি যুবকের মাথায় কৃষ্ণাঙ্গের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। শত শত বাংলাদেশি প্রবাসী নিজেদের দোকান ছেড়ে রাতের আঁধারে বিভিন্ন মসজিদে এবং হেডিডাল শহরের বাংলাদেশিদের বাসায় আশ্রয় নিয়েছেন। অনেকেই রাস্তায় গাড়িতে আক্রমণের শিকার হয়ে পালিয়ে স্থানীয় পুলিশ স্টেশনে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেছেন। বর্তমানে এলাকায় বাংলাদেশিরা আতঙ্কে দিনযাপন করছেন।
ইতিপূর্বে ব্লুমফন্টেইনে ২০০৮, ২০১২, ২০১৯ ও ২০২১ সালে অভিবাসীদের ওপর বহিরাগত বিদ্বেষী হামলার ঘটনা ঘটে। বাংলাদেশিরাও ওই হামলার শিকার হন। ২০২১ সালের ১৬ মে গভীর রাতে ব্লুমফন্টেইনের খালিসা, পাম্পিং, রকল্যান্ড, নামিবিয়া এলাকায় শতাধিক দোকানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাট করে কৃষ্ণাঙ্গরা।