Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ায় মানবপাচারের শিকার ৬ বাংলাদেশি উদ্ধার

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম

মালয়েশিয়ায় মানবপাচারের শিকার ৬ বাংলাদেশি উদ্ধার

মালয়েশিয়ায় মানবপাচারের শিকার ৬ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার সেলাঙ্গর রাজ্যের ক্লাং সেন্ট্রালে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

গোয়েন্দা ও স্পেশাল অপারেশন ডিভিশনের অভিযানে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তর মানবপাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত ৩০ বছর বয়সি এক বাংলাদেশিকেও গ্রেফতার করেছে।

জেআইএম এক বিবৃতিতে বলেছে সিন্ডিকেট ভিকটিমদের পর্যটক হিসেবে নিয়ে আসে এবং ভিকটিমদের জন্য সমস্ত পাসপোর্ট, ভিসা এবং ফ্লাইট টিকিটের বিষয় সিন্ডিকেট দ্বারা পরিচালিত হয়। এরপর মানবপাচারের শিকারদের নিয়ে যাওয়া হয় একটি ‘ট্রানজিট হাউসে’।

সিন্ডিকেট দ্বারা চার্জ করা ফি হল প্রতিটি ব্যক্তির জন্য ১৫ হাজার রিঙ্গিত এবং ভিকটিমকে ট্রানজিট হাউস ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য ব্যক্তি প্রতি অতিরিক্ত ৫ হাজার রিঙ্গিত নিত এই সিন্ডিকেট।

অভিযান চালানো হলে, প্রাঙ্গণের তত্ত্বাবধায়ক একটি কক্ষের একটি জানালা দিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। অভিযানের সময় ৭টি বাংলাদেশি পাসপোর্ট এবং ৭টি স্মার্টফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত ১৮ থেকে ৪১ বছর বয়সি ছয় বাংলাদেশিকে পরবর্তী পদক্ষেপের জন্য মালাক্কার তানজুং ক্লিংয়ের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম