Logo
Logo
×

পরবাস

ইতালির জাতীয় সংসদে বাংলাদেশি মুক্তার

Icon

জমির হোসেন, ইতালি থেকে

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম

ইতালির জাতীয় সংসদে বাংলাদেশি মুক্তার

ইতালিয়ান পার্লামেন্ট মিলনায়তনে অর্থ প্রতিমন্ত্রী অধ্যাপক মাউরিঝিও লিওর উপস্থিতিতে বহির্বিশ্বের সঙ্গে ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক এবং সামাজিক বাণিজ্যিক কর্মকাণ্ডের ওপর প্রণীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে। এতে অংশগ্রহণ করেন বিমাস সভাপতি বাংলাদেশের ড. মোহাম্মদ মুক্তার হোসেন।

ইতালিয়ান বিভিন্ন দলের সংসদ সদস্যদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ এ আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ড. মুক্তার। 

ইতালির জাতীয় সংসদের সব সংসদীয় দলের প্রতিনিধিদের এ বৈঠকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন তিনি। বিমাসের সাংগঠনিক কর্মকাণ্ড সংগঠনের ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি।

আলোচকরা বলেন, ইতালির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন জাতি-বর্ণের মানুষের অবদান রয়েছে। সবার ভূমিকা যত বাড়বে, ততই দেশের আর্থ-সামাজিক উন্নয়ন করা সম্ভব।

বুধবার গুরুত্বপূর্ণ এ আলোচনা সভা অনেকে বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম