Logo
Logo
×

পরবাস

দক্ষিণ আফ্রিকায় জুমায় খুতবা দিলেন কাবার ইমাম

Icon

দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:২১ পিএম

দক্ষিণ আফ্রিকায় জুমায় খুতবা দিলেন কাবার ইমাম

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার লোডিয়ামের উস সালামে মসজিদে জুমার খুতবা ও ইমামতি করলেন কাবার ইমাম ও খতিব শায়েখ ড. ইয়াসির বিন রশিদ বিন হুসাইন আল উদয়ানী আদ দাওসারী। 

শুক্রবার দুপুর ১২টার আগে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি কাবার ইমামের খুতবা এবং জুমার নামাজ পড়তে উস সালামে মসজিদে উপস্থিত হন। দেশটিতে বসবাসরত বাংলাদেশি, পাকিস্তান, ইন্ডিয়া, তুর্কি, সোমালিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশের মুসলমানেরা ছুটে আসেন। 

খুতবায় কাবার ইমাম আল্লাহর প্রতি বিশ্বাস এবং শান্তি প্রতিষ্ঠায় ইসলামের গুরুত্ব তুলে ধরেন। তিনি আল্লাহর সঙ্গে শরিক করার বিরুদ্ধে সতর্ক করে এটা সবচেয়ে বড় পাপ বলে উল্লেখ করেন। সেই সঙ্গে অমুসলিমদের মধ্যে শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচারের আহ্বান জানানোর পাশাপাশি মুসলমানদের অন্য ধর্মের প্রতি অসম্মান এড়ানোর কথা বলেন।

চমৎকার কণ্ঠে কুরআন তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী শায়েখ ড. ইয়াসির বিন রশিদের সুনাম রয়েছে। অসাধারণ চেহারা আর বাচনভঙ্গির দরুণ বেশ জনপ্রিয় তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম