মালয়েশিয়ার স্বাধীনতা দিবস কাল
পুত্রজায়া সেজেছে নববধূর সাজে
আহমাদুল কবির, মালয়েশিয়া
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৬:১৪ পিএম
বছর ঘুরে আবারও ফিরে এসেছে মালয়েশিয়ার স্বাধীনতা দিবস। শনিবার সেই দিন। এদিন স্বাধীনতার ৬৭তম বছরে পা দেবে দক্ষিণপূর্ব এশিয়ার শিল্পোন্নত দেশটি। শনিবার দাতারান পুত্রজায়ায় দেশটির ১৭ হাজারেরও বেশি নাগরিকের অংশগ্রহণে জমকালো নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে।
১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে মালয়েশিয়া। পৃথিবীর মানচিত্রে নিজস্ব ভূ-খন্ড নিয়ে মালয় জাতির আত্মপ্রকাশ ঘটে। দেশটিতে স্বাধীনতা দিবসকে মারদেকা ডে বলা হয়। মালয়েশিয়ার ইতিহাসে শ্রেষ্ঠতম গৌরব ও অহংকারের দিন এটি।
স্বাধীনতা দিবসকে ঘিরে দেশটির মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। গত বছরের ন্যায় এ বছর দিবসটি উদযাপনে রাজধানী শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সাজ সাজ রব।
গ্রাম-গঞ্জের অলিগলি থেকে শুরু করে শহরের প্রশস্ত সড়ক সব জায়গা সাজানো হচ্ছে নানা অনুসঙ্গে। রাস্তাজুড়ে উড়ানো হচ্ছে নীল, লাল ও হলুদ রঙের জাতীয় পতাকা। রাজধানী কুয়ালালামপুর শহরও ছেয়ে গেছে নানা বর্ণের ব্যানার ও ফেস্টুনে।
এবছরও রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায়। এখানেই অনুষ্ঠিত হবে জাতীয় দিবসের প্যারেড। সেই লক্ষ্যে মারদেকা ময়দানের আশপাশের কয়েকটি সড়ক ও কিছু স্থান সাময়িক বন্ধ করে দিয়ে চলছে সেনা, নৌ ও বিমান বাহিনীর কুচকাওয়াজ প্রশিক্ষণ ও মহড়া। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা বলছেন, এ বছরের জাতীয় দিবস উদযাপন হবে পুত্রজায়ায়। এবারের উৎসব বিগত বছরগুলোর চেয়ে কম গৌরবোজ্জ্বল হবে না এবং এটি অবশ্যই এমন একটি তারিখ যার জন্য দেশের জনগণ অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে ঐক্য সরকারের ৬৭তম জাতীয় দিবস উদযাপন অতিরিক্ত তাৎপর্য বহন করবে।
স্বাধীনতা দিবসের এবারের স্লোগান 'মালয়েশিয়া মাদানি: জিওয়া মের্দেকা থিমের সঙ্গে, এই বছরের ইভেন্টটি সমাজের সব অংশে একতার চেতনাকে তুলে ধরবে, একটি উন্নত এবং প্রগতিশীল জাতির সামগ্রিক ঐক্য প্রতিফলিত করবে যা তার বৈচিত্র্যময় জনগণকে রক্ষা এবং সমৃদ্ধ জাতি গঠনে নেতৃবৃন্দ ও জনগণের সম্মিলিত অঙ্গীকারের প্রতীক।
প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দুর্নীতিবিরোধী প্রচেষ্টার প্রতি উৎসর্গীকৃত কুসি রাসুয়াহ শিরোনামের একটি নৃত্য পরিবেশনের মাধ্যমে উদযাপনের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।