Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪২ অভিবাসী আটক

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০২ পিএম

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪২ অভিবাসী আটক

মালয়েশিয়ার নেগেরি সিম্বিলান রাজ্যে ৩ দিনের অভিযানে বাংলাদেশিসহ ১৪২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। 

গত ২৮ থেকে ৩০ জুন রাজ্যের কুয়ালা পিলাহ এলাকার আশেপাশে ৩৪টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নেগেরি সেম্বিলানের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএমএনএস) পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেছেন, অভিযানে মোট ৩১৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় মোট ১৪২ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছেন- মিয়ানমারের ২৬, পাকিস্তানের ৬, ইন্দোনেশিয়ার ৭১, বাংলাদেশি ৩২, কম্বোডিয়ান ৫ এবং ভারতের ২ নাগরিকসহ মোট ১৪২ জন। আটকদের বয়স ২১ থেকে ৫৪ বছরের মধ্যে।

পরিচালক কেনিথ তান আই কিয়াং ১ জুলাই সোমবার এক বিবৃতিতে বলেছেন, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কয়েকেজন বিদেশি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শুধু তাই নয় অভিযান থেকে বাঁচতে তাদের কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম