Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ায় আটক ২১ বাংলাদেশি

Icon

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৯:১৯ পিএম

মালয়েশিয়ায় আটক ২১ বাংলাদেশি

মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যের রাওয়াং এর কুয়াংয়ে লজিস্টিক পরিষেবা সংস্থার একটি কারখানা থেকে বৈধ কাগজপত্র না থাকায় ২৯ অভিবাসীকে অভিবাসন বিভাগ (জেআইএম) আটক করেছে। সোমবার আটকদের মধ্যে ২১ জনই বাংলাদেশি এবং বাকি ৮ জন নেপালের নাগরিক।

জিআইএমর এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক আসরি ওথমান বলেন, কুয়াংয়ে স্থানীয় সময় বেলা ১১টার অভিযানে কারখানায় মোট ১২৮ জন শ্রমিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশি এবং নেপালিসহ মোট ২৯ জনকে আটক করা হয়।

প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, আটকদের কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না। অভিবাসন প্রবিধানের ধারা ৩৯বি-এর অধীনে তাদের আটক করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম