Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ায় মুজিব সিনেমার প্রদর্শনী

Icon

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৫:৪০ এএম

মালয়েশিয়ায় মুজিব সিনেমার প্রদর্শনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ মালয়েশিয়ায় প্রদর্শিত হয়েছে। 

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে (এমএমইউ) শুক্রবার সন্ধ্যায় সিনেমাটি প্রদর্শিত হয়। 

প্রদর্শনীর পূর্বে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমার প্রেক্ষাপট তুলে ধরেন বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান এবং  ভারতীয় হাইকমিশনার বিএন রেড্ডি।

হাইকমিশনার শামীম আহসান বলেন, বঙ্গবন্ধুর আপসহীন সংগ্রাম এবং বাঙালি জাতির জন্য অপরিসীম ত্যাগ এ সিনেমায়  নিপুণভাবে তুলে ধরা হয়েছে। 

ভারতীয় হাইকমিশনার বিএন রেড্ডি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের একজন নেতা ছিলেন না; তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক অনন্যসাধারণ ব্যক্তিত্ব। 

সিনেমাটি প্রদর্শনের জন্য মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিকে ভেন্যু নির্ধারণের জন্য ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অধ্যাপক দাতো ড. মাজলিহাম মো. সৌদ বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম