Logo
Logo
×

পরবাস

জার্মানিতে বৈশাখী মেলা, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুলের জন্মদিন উদযাপন

Icon

সজন চক্রবর্তী, জার্মানি থেকে

প্রকাশ: ১৬ মে ২০২৩, ০৮:৫২ পিএম

জার্মানিতে বৈশাখী মেলা, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুলের জন্মদিন উদযাপন

ছবি: সংগৃহীত

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে জার্মান বাংলা সনাতন কালচারাল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে উদযাপিত হয়েছে বৈশাখী ১৪৩০ অনুষ্ঠান এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। 

সব মিলিয়ে এটি যেন এক ছোট্ট বাংলাদেশে রূপ নিয়েছিল। যেখানে সবাই একটি দিন আনন্দে কাটিয়েছে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অধ্যয়নরত শিক্ষার্থীরাও দলে দলে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান উপভোগ্য করে তুলেছে আমাদের শিশুশিল্পীরা।

সবাইকে জার্মান বাংলা সনাতন কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। তারা বলেন, এভাবেই জাগিয়ে রাখতে চাই আমাদের ভাতৃত্ববোধ। সবার সহযোগিতায় এগিয়ে যাব বহুদূর। আমাদের সন্তানরা যেন বিদেশের মাটিতে নিজের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে পরিচিত থাকে সেই প্রচেষ্টাই থাকবে আমাদের। শুভ নববর্ষ।

অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালনে ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী স্বজন কুমার চক্রবর্তী, সহ-সভাপতি মাখন সরকার, সেক্রেটারি সুজলা সিনহা, কোষাধ্যক্ষ সুনীল ঘোষ, প্রচার সম্পাদক অখিল শর্মা।

সুন্দরভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা দিয়েছেন অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টামণ্ডলী শ্রী আশুতোষ বনিক, শ্রী আদিত্য শর্মা এবং শ্রীমতি জুঁই চক্রবর্তী। শিশুশিল্পীরা হলো- প্রকৃতি দে, শ্রীজা ঘোষ, সীমান্ত চক্রবর্তী, নীলান বর্মন।  

সংগীত পরিবেশনায় ছিলেন- জুঁই চক্রবর্তী, মিতা দত্ত, শিউলি দাস, স্মৃতি চক্রবর্তী, হেনা দত্ত, বরুণ চক্রবর্তী, অংকিতা শর্মা, শ্রাবণী দাস, শ্যামলী দাস, শিবানী দাস, প্রান্তিকা বর্মন, তপস্যা চক্রবর্তী, বরনী দত্ত, সেঁজুতি দে প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খান লিটন, হাবিব উল্লাহ, আল বাহার, রুমা আপাসহ অনেকে। দিনটি উৎসবমুখর করে তুলতে আরও সহযোগিতা করেছেন সুব্রত দত্ত, নিলয় সাহা, শংকর দাস প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম